০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

####

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রবিবার (১৩ অক্টোবর)সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে। শান্তিপূর্ণভাবে যথাযথ ধর্মীয় মর্যাদায় মহানগর ও জেলার সকল উপজেলায় ৯৯১টি পূজামণ্ডপে পূজা-অর্চনা, শ্রদ্ধা নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন। দুর্গোৎসবের প্রতিদিনই হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নারী-পুরুষ মণ্ডপে-মণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দূর্গতি নাশিনী দেবীদুর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য জেলা-উপজেলার প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। প্রতিটি পূজামণ্ডপে বিপুলসংখ্যক আনসার, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও সেনা ও নৌ বাহিনীর নিয়মিত টহলের ফলে সনাতন ধর্মলম্বীদের  উপস্থিতি চোখে পড়ার মতো।

এদিকে রোববার দিনশেষে দেবী দুর্গার বিদায়বেলায় আনন্দ-বেদনার মিশ্রণ অনুভূতিতে দেবী দুর্গার ভক্তদের হৃদয় সিক্ত করে তোলে। দশমীতে বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর দান উৎসবে মেতে উঠেন ভক্তরা। বিকাল ৩টা থেকে  নগরীর জেলখানা ঘাটে ভৈরব নদে প্রতিমা নিরঞ্জন শুরু হয়। এছাড়া ফুলতলা, পাইকগাছা, রূপসা, দাকোপ, ডুমুরিয়া, তেরখাদা, কয়রা, বটিয়াঘাটায় পৃথক পৃথকভাবে প্রতিমা  বিসর্জন অনুষ্ঠিত হয়।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

মোংলায় জোরপূর্বক ক্রয়কৃত জমি দখলের অভিযোগ

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রকাশিত সময় : ০৮:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

####

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রবিবার (১৩ অক্টোবর)সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে। শান্তিপূর্ণভাবে যথাযথ ধর্মীয় মর্যাদায় মহানগর ও জেলার সকল উপজেলায় ৯৯১টি পূজামণ্ডপে পূজা-অর্চনা, শ্রদ্ধা নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন। দুর্গোৎসবের প্রতিদিনই হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নারী-পুরুষ মণ্ডপে-মণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দূর্গতি নাশিনী দেবীদুর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য জেলা-উপজেলার প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। প্রতিটি পূজামণ্ডপে বিপুলসংখ্যক আনসার, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও সেনা ও নৌ বাহিনীর নিয়মিত টহলের ফলে সনাতন ধর্মলম্বীদের  উপস্থিতি চোখে পড়ার মতো।

এদিকে রোববার দিনশেষে দেবী দুর্গার বিদায়বেলায় আনন্দ-বেদনার মিশ্রণ অনুভূতিতে দেবী দুর্গার ভক্তদের হৃদয় সিক্ত করে তোলে। দশমীতে বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর দান উৎসবে মেতে উঠেন ভক্তরা। বিকাল ৩টা থেকে  নগরীর জেলখানা ঘাটে ভৈরব নদে প্রতিমা নিরঞ্জন শুরু হয়। এছাড়া ফুলতলা, পাইকগাছা, রূপসা, দাকোপ, ডুমুরিয়া, তেরখাদা, কয়রা, বটিয়াঘাটায় পৃথক পৃথকভাবে প্রতিমা  বিসর্জন অনুষ্ঠিত হয়।