রূপসা প্রতিনিধি : রূপসার ইলাইপুরে চলন্ত পাট বোঝায় ট্রাকে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় দিকে পাঠ বোঝাই ট্রাকে এ আগুন লাগে।
স্থানীয়রা জানান, ট্রাকে অতিরিক্ত পাট বোঝাই করার কারণে উচ্চতায় বেশি হওয়ায় বিদ্যুতের তারে ট্রাকে থাকা পাঠের ঘর্ষণে মেইন লাইনের দুটি তারের শর্টসার্কিট সৃষ্টি হলে আগুনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ট্রাক চালক শামীম শেখ জানান, পাট বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ঞ -১১-০০৪৭) ফুলতলা থেকে রূপসার আলাইপুর ভিশণ এশিয়া জুটমিলের পাট নিয়ে ইলাইপুর মোড়ের কিছুদুর আগে আসলে স্থানীয় লোকজন আগুন আগুন বলে চিৎকার দিলে ট্রাকটি গতিরোধ করে দেখি ট্রাক বোঝাই পাটে আগুন জ্বলছে। পল্লী বিদ্যুতের তার নিচে থাকায় ট্রাকে থাকা পাটের সাথে বিদ্যুতের দুটি তারে ঘর্ষণ শর্টসার্কিটে এ আগুন লাগতে পারে।
পরের স্থানীয় জনগণ, রূপসা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভিশন এশিয়া জুটমিলের ম্যানেজার শেখ শাহিন জানান, ট্রাকটিতে নয় টন পাট ছিল যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। তবে ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।