০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদের সোর্স প্রকাশে বাধ্য নয় সাংবাদিকরা: হাইকোর্ট

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৪:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • ৭১ পড়েছেন

সাংবাদিক তার নিউজের তথ্যের সোর্স কারও কাছে প্রকাশ করতে বাধ্য নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ৫১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সার্বিক দিক বিবেচনায় আমাদের মতামত হলো, সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা সাংবিধানিকভাবে এবং আইনত দুর্নীতি এবং দুর্নীতিকারীদের বিরুদ্ধে জনস্বার্থে সংবাদ পরিবেশন করতে পারবেন। এই মামলার শুনানি পর্যালোচনা করে এটাই প্রতীয়মান যে কোনও সাংবাদিক তার নিউজের তথ্যের সোর্স কারও কাছে প্রকাশ করতে বাধ্য নয়।

সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে দেওয়া আছে বলেও জানায় আদালত।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আধুনিক বিশ্বে জানার অধিকার সবারই আছে। গণমাধ্যমের কাজ হলো জনগণকে সজাগ করা। বর্তমান সময়ের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়ছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

নির্বাচনের মাধ্যমে একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর হবে-এটাই ১৮ কোটি মানুষের প্রত্যাশা : ড. মঈন খান

সংবাদের সোর্স প্রকাশে বাধ্য নয় সাংবাদিকরা: হাইকোর্ট

প্রকাশিত সময় : ০৪:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

সাংবাদিক তার নিউজের তথ্যের সোর্স কারও কাছে প্রকাশ করতে বাধ্য নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ৫১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সার্বিক দিক বিবেচনায় আমাদের মতামত হলো, সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা সাংবিধানিকভাবে এবং আইনত দুর্নীতি এবং দুর্নীতিকারীদের বিরুদ্ধে জনস্বার্থে সংবাদ পরিবেশন করতে পারবেন। এই মামলার শুনানি পর্যালোচনা করে এটাই প্রতীয়মান যে কোনও সাংবাদিক তার নিউজের তথ্যের সোর্স কারও কাছে প্রকাশ করতে বাধ্য নয়।

সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে দেওয়া আছে বলেও জানায় আদালত।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আধুনিক বিশ্বে জানার অধিকার সবারই আছে। গণমাধ্যমের কাজ হলো জনগণকে সজাগ করা। বর্তমান সময়ের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়ছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।