০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যম্পিয়ন সুন্দরবন টাইগার্স দল, মানুষের উপচে পড়া ভীড়

####

খুলনার রূপসা নদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার(৫ ফেব্রুয়ারি) নগরীর ১নং কাস্টম ঘাট থেকে রূপসা ব্রীজ পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।

নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কয়রার সুন্দরবন টাইগার্স নামক নৌকা বাইচ দল। প্রতিযোগীতায় প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে জয় মা কালী বাইচ দল ও মোবাইল নামের নৌকা বাইচ দল। চ্যাম্পিয়ন দলকে ৭৫ হাজার টাকা, প্রথম রানারআপ দলকে ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার একটি সাংস্কৃতিক ঐতিহ্য। এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি হচ্ছে তারুণ্যের উৎসবের অংশ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলের প্রচেষ্টায় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদযাপন করছি। আমরা চাচ্ছি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে বাংলাদেশটাকে সাজাতে, যেখানে সহযোগিতার নীতি প্রচার করা হবে। একে অপরের কাজে আমরা সহযোগিতা করবো এবং তারুণ্যের শক্তিকে প্রকাশ ঘটিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবো। নৌকা বাইচে অংশগ্রহণকারীদের সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে আজকের এই উৎসবটি আরও সুন্দর হয়ে ওঠে।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে নৌকা বাইচ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আক্তার জাহান, খুলনার ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ।

নৌকা বাইচ প্রতিযোগীতায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইল, যশোরসহ বিভিন্ন জেলা-উপজেলার ১০টি বাইচ দল অংশ গ্রহন করে। দীর্ঘ চার বছর পর খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে নদীর চারদিকে মানুষের উপচে পড়া ভীড় জমে। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যম্পিয়ন সুন্দরবন টাইগার্স দল, মানুষের উপচে পড়া ভীড়

আপডেট সময় : ০১:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

####

খুলনার রূপসা নদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার(৫ ফেব্রুয়ারি) নগরীর ১নং কাস্টম ঘাট থেকে রূপসা ব্রীজ পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।

নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কয়রার সুন্দরবন টাইগার্স নামক নৌকা বাইচ দল। প্রতিযোগীতায় প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে জয় মা কালী বাইচ দল ও মোবাইল নামের নৌকা বাইচ দল। চ্যাম্পিয়ন দলকে ৭৫ হাজার টাকা, প্রথম রানারআপ দলকে ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার একটি সাংস্কৃতিক ঐতিহ্য। এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি হচ্ছে তারুণ্যের উৎসবের অংশ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলের প্রচেষ্টায় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদযাপন করছি। আমরা চাচ্ছি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে বাংলাদেশটাকে সাজাতে, যেখানে সহযোগিতার নীতি প্রচার করা হবে। একে অপরের কাজে আমরা সহযোগিতা করবো এবং তারুণ্যের শক্তিকে প্রকাশ ঘটিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবো। নৌকা বাইচে অংশগ্রহণকারীদের সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে আজকের এই উৎসবটি আরও সুন্দর হয়ে ওঠে।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে নৌকা বাইচ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আক্তার জাহান, খুলনার ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ।

নৌকা বাইচ প্রতিযোগীতায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইল, যশোরসহ বিভিন্ন জেলা-উপজেলার ১০টি বাইচ দল অংশ গ্রহন করে। দীর্ঘ চার বছর পর খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে নদীর চারদিকে মানুষের উপচে পড়া ভীড় জমে। ##