
####
বাগেরহাটের মোল্লাহাটে কচুড়িয়া নালুয়া আডুয়াডিহি শেখ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে ১৯ ও ২০ ফেব্রুয়ারী (বুধ ও বৃহস্পতিবার) দুইদিন ব্যাপি ৫৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদযাপন করা হয়েছে ১৯ ফেব্রুয়ারী (বুধবার) অত্র বিদ্যালয়ের সবুজ চত্বরে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠ এবং জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তলনের মধ্যেদিয়ে প্রতিযোগিদের শপথ গ্রহন,ডিসপ্লে ,প্যারেড প্রদর্শন, অলেম্পিক মশাল বহন ও কপোত উড্ডয়ন সহ ক্রীড়াঅনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের ২য় দিনের সম্মানিত অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শেখ শাহরিয়ার পান্নাকে ফুলদিয়ে বরণ করেন শিক্ষার্থীরা ।
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” ‘জয় লাভ নয় অংশ গ্রহণই মুখ্য’ মন উদ্ভুদ্ধ বানীকে সামনে রেখে – নাচ,গান,কবিতা আবৃত্তি,দৌড়,মোরগ যুদ্ধ সহ ৪৮টি ইভেন্টে ১৪৪ জন বিজয়ীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য ও পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি হরেকৃষ্ণ অধিকারী উপজেলা নির্বাহী অফিসার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারএস.এম. ফরিদ আহম্মেদ, প্রধান শিক্ষক সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যাঃ, শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ মোল্লাহাট থানা, রামপদ বিশ্বাস উপজেলা একাডেমিক সুপারভাইজার, শেখ রুবানা শাহরিয়ার বিশিষ্ট সমাজ সেবিকা।বিএনপি নেতা-শেখ হাফিজুর রহমান বাগেরহাট জেলা কার্য নির্বাহী কমিটির সদস্য, সিকদার হারুন অর রশিদ সাবেক সভাপতি বাগেরহাট জেলা যুবদল, মোল্লা মাসুদ যুগ্ন আহবায়ক মোল্লা উপজেলা যুবদল,জাফর শেখ যুগ্ন আহবায়ক মোল্লারহাট উপজেলার স্বেচ্ছাসেবক দল,শের আলী মাস্টার শিবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি,শিবলু শেখ শিবপুর ইউনিয়ন বিএনপি,পাভেল মাহমুদ পরশ ,শেখ সেজান রশিদ,শেখ রফিকুল ইসলাম রফিক,রুহুল শিকদার, মিন্টু শেখ ,নাসির শেখ, মোঃ লিয়াকত শেখ, আল আমিন ইসলাম, ফরিদ শেখ,আইয়ুব শেখ ও মোঃ গোলাম মাওলা সহ প্রমুখ। ##