০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় কাজ না করে টাকা আত্মসাতে বাপাউবোর ২ প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

####

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের ওয়ার্কশপের একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন না করে ফাইনাল বিল দাখিল করে অর্থ আত্মসাৎ-এর অভিযোগে দুই প্রকৌশলীসহ তিনজনের নামে দুনীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। সোমবার দুপুরে দুনীতি দমন কমিশন খুলনা সম্বনিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানান, খুলনা বাপাউবো যান্ত্রিক বিভাগের অধীনে রিপেয়ার এন্ড মেইটেন্যান্স অফ জিগ-ফিক্সার ইনক্লুডেড ওয়ার্কিং প্লাটফরম ইউজড ইস ম্যানুফ্যাকচারিং, রিপেয়ার এন্ড মেইনটেন্যান্স অফ গেট-হোয়েষ্টিং সিস্টেম আন্ডার খুলনা ম্যাকানিক্যাল ডিভিশন বাপাউবো ২০২৪-২৫ অর্থবছরের(প্যাকেজ নং-কেএমডি/ওটিএম/ডব্লিউ-১৭/২০২৪-২৫, টেন্ডার আইডি-১০২৯৬৫৭)  কাজ সম্পূর্ণ বাস্তবায়ন না করে ফাইনাল বিল দাখিল পূর্বক অর্থ আত্মসাৎ-এর অভিযোগের প্রেক্ষিতে ০৪সদস্য বিশিষ্ট একটি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়। গত ২১ জানুয়ারী দুদকের চার সদস্যের এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে। এ সময় টেন্ডার সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বাপাউবো খুলনার যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী(অঃদাঃ) সুব্রত অগ্নিহোত্র স্বাক্ষরে গত ২০২৪সালের ১৯নভেম্বর, , খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের রোড-১৭ বাড়ি-এ/১০ ঠিকানার মেসার্স পলাশ এন্টারপ্রাইজকে কাজটির কার্যাদেশ প্রদান করা হয়। পরবর্তীতে গত ২০২৫সালের ০৬ জানুয়ারী উক্ত কাজের ৭টি আইটেম ঠিকাদার কর্তৃক সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে দেখিয়ে উপবিভাগীয় কর্মকর্তা সুব্রত অগ্নিহোত্র স্বাক্ষর করেন। এ বিল তৈরী করেন খুলনা যান্ত্রিক ওয়ার্কশপ উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী(যাঃ/বিঃ) মোঃ রায়হান আলী এবং বিভাগীয় কর্মকর্তা হিসেবে পুণরায় স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র। দাখিলকৃত ফাইনাল বিল অনুযায়ী ৭টি আইটেমের কার্যসম্পাদন বাবদ ৩২লাখ ৯৬হাজার ১০১ টাকার বিল সাবমিট করা হলেও বিশেষজ্ঞ প্রকৌশলীর পরিমাপ প্রতিবেদন অনুযায়ী মোট ২লাখ ০৯হাজার ৮৫৩ টাকার কাজ সম্পন্ন হয়েছে বলে পাওয়া যায়। বাপাউবো খুলনা উপপরিচালকের দপ্তরের আঞ্চলিক হিসাব কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ বিলের মধ্যে ভ্যাট ট্যাক্সসহ ১৫লাখ টাকা ইতিমধ্যেই ঠিকাদার আনোয়ার হোসেন বাবুলকে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের নামের পূবালী ব্যাংকের হিসাবের মাধ্যমে  পরিশোধ করা হয়েছে। যার মধ্যে ১২লাখ ৯০হাজার ১৪৭ টাকা আত্মসাৎ করা হয়েছে এবং অনুমোদিত ফাইনাল বিলের অবশিষ্ট ১৭লাখ ৯৬হাজার ১০১টাকা আত্মসাতের প্রচেষ্টা করে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন বাবুল, পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ রায়হান আলীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনায় কাজ না করে টাকা আত্মসাতে বাপাউবোর ২ প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০৪:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

####

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের ওয়ার্কশপের একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন না করে ফাইনাল বিল দাখিল করে অর্থ আত্মসাৎ-এর অভিযোগে দুই প্রকৌশলীসহ তিনজনের নামে দুনীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। সোমবার দুপুরে দুনীতি দমন কমিশন খুলনা সম্বনিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানান, খুলনা বাপাউবো যান্ত্রিক বিভাগের অধীনে রিপেয়ার এন্ড মেইটেন্যান্স অফ জিগ-ফিক্সার ইনক্লুডেড ওয়ার্কিং প্লাটফরম ইউজড ইস ম্যানুফ্যাকচারিং, রিপেয়ার এন্ড মেইনটেন্যান্স অফ গেট-হোয়েষ্টিং সিস্টেম আন্ডার খুলনা ম্যাকানিক্যাল ডিভিশন বাপাউবো ২০২৪-২৫ অর্থবছরের(প্যাকেজ নং-কেএমডি/ওটিএম/ডব্লিউ-১৭/২০২৪-২৫, টেন্ডার আইডি-১০২৯৬৫৭)  কাজ সম্পূর্ণ বাস্তবায়ন না করে ফাইনাল বিল দাখিল পূর্বক অর্থ আত্মসাৎ-এর অভিযোগের প্রেক্ষিতে ০৪সদস্য বিশিষ্ট একটি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়। গত ২১ জানুয়ারী দুদকের চার সদস্যের এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে। এ সময় টেন্ডার সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বাপাউবো খুলনার যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী(অঃদাঃ) সুব্রত অগ্নিহোত্র স্বাক্ষরে গত ২০২৪সালের ১৯নভেম্বর, , খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের রোড-১৭ বাড়ি-এ/১০ ঠিকানার মেসার্স পলাশ এন্টারপ্রাইজকে কাজটির কার্যাদেশ প্রদান করা হয়। পরবর্তীতে গত ২০২৫সালের ০৬ জানুয়ারী উক্ত কাজের ৭টি আইটেম ঠিকাদার কর্তৃক সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে দেখিয়ে উপবিভাগীয় কর্মকর্তা সুব্রত অগ্নিহোত্র স্বাক্ষর করেন। এ বিল তৈরী করেন খুলনা যান্ত্রিক ওয়ার্কশপ উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী(যাঃ/বিঃ) মোঃ রায়হান আলী এবং বিভাগীয় কর্মকর্তা হিসেবে পুণরায় স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র। দাখিলকৃত ফাইনাল বিল অনুযায়ী ৭টি আইটেমের কার্যসম্পাদন বাবদ ৩২লাখ ৯৬হাজার ১০১ টাকার বিল সাবমিট করা হলেও বিশেষজ্ঞ প্রকৌশলীর পরিমাপ প্রতিবেদন অনুযায়ী মোট ২লাখ ০৯হাজার ৮৫৩ টাকার কাজ সম্পন্ন হয়েছে বলে পাওয়া যায়। বাপাউবো খুলনা উপপরিচালকের দপ্তরের আঞ্চলিক হিসাব কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ বিলের মধ্যে ভ্যাট ট্যাক্সসহ ১৫লাখ টাকা ইতিমধ্যেই ঠিকাদার আনোয়ার হোসেন বাবুলকে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের নামের পূবালী ব্যাংকের হিসাবের মাধ্যমে  পরিশোধ করা হয়েছে। যার মধ্যে ১২লাখ ৯০হাজার ১৪৭ টাকা আত্মসাৎ করা হয়েছে এবং অনুমোদিত ফাইনাল বিলের অবশিষ্ট ১৭লাখ ৯৬হাজার ১০১টাকা আত্মসাতের প্রচেষ্টা করে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন বাবুল, পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ রায়হান আলীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। ##