০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত বেড়ে ৪৪

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • ৭৩ পড়েছেন

নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ৭২ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল।

রবিবার (১৫ জানুয়ারি) পুরাতন বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। এর মধ্যে ৪৪ জনের নিহতের খবর পাওয়া গেছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তোলার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরাতন বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে উড়োজাহাজটি রানওয়েতে বিধ্বস্ত হওয়ার সময় সেটিতে আগুন ধরে যায়। উদ্ধার তৎপরতা চলছে এবং বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি এবং ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

স্থানীয় কর্মকর্তা গুরুদত্ত বলেছেন, ধ্বংসাবশেষে আগুন লেগেছে এবং উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

তিনি জানান, উদ্ধারকারীরা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে এবং দুর্ঘটনাকবলিত বিমানটিতে অন্যান্য যাত্রীদের মধ্যে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, ১ জন আইরিশ এবং ২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বিমান দুর্ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন বলে নেপালের সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত বেড়ে ৪৪

প্রকাশিত সময় : ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ৭২ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল।

রবিবার (১৫ জানুয়ারি) পুরাতন বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। এর মধ্যে ৪৪ জনের নিহতের খবর পাওয়া গেছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তোলার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরাতন বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে উড়োজাহাজটি রানওয়েতে বিধ্বস্ত হওয়ার সময় সেটিতে আগুন ধরে যায়। উদ্ধার তৎপরতা চলছে এবং বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি এবং ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

স্থানীয় কর্মকর্তা গুরুদত্ত বলেছেন, ধ্বংসাবশেষে আগুন লেগেছে এবং উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

তিনি জানান, উদ্ধারকারীরা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে এবং দুর্ঘটনাকবলিত বিমানটিতে অন্যান্য যাত্রীদের মধ্যে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, ১ জন আইরিশ এবং ২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বিমান দুর্ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন বলে নেপালের সরকারি বিবৃতিতে বলা হয়েছে।