
####
ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে খুলনায় ০২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ শনিবার সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে তারা এ কর্মবিরতি পালন করে। বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের ডাকে ডাক্তাররা এ কর্মসূচী পালন করে। পরে সকাল সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে দাড়িয়ে মৌন প্রতিবাদ বিক্ষোভ পালন করেন। তবে রোগীদের জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
উল্লেখ, ডাক্তারদের ২দফা দাবির মধ্যে রয়েছে-চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতিদ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।এবং তৃতীয় গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা। ##