
####
খুলনার পাইকগাছায় ফায়ার সার্ভিসের গাড়ী পৌছানোর পুর্বে পথচারি জনতা আগুন নিয়ন্ত্রণে আনল। সর্বস্ব হারিয়ে চা বিক্রেতা চৈতন্য ও ভ্যান চালক কবিরসহ অন্য ভাড়াটিয়া পরিবারগুলো পথে বসেছে। আগুনে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে।
এদিকে গত রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাবার ও কোথাও রাত্রিযাপন করবেন এমন দুঃসংবাদ পেয়ে ইউএনও, ষোলআনা ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন মহল পরনের কাপড়-চোপড়,কম্বল চাল-ডাল ও অর্থ সহয়তা করেন।
সোমাবার বিকেল ৫ টার দিকে পৌরসভা সদরে উপজেলা আ’ লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র ভাড়াটিয়াদের ৮ টি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এক পর্যায়ে পথচারী ও প্রতিবেশিরা পাইপ লাইনে ও বালতি-কলসি নিয়ে জেলা পরিষদের মিষ্টি পুকুর থেকে পানি বহন করে আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরবর্তীতে তালা উপজেলা থেকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছানোর পুর্বে সব পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আলম শামিম,ওসি মো, সবজেল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদসহ ব্যবসায়ীগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার সময় শেখ কামরুল হাসান টিপু বাড়িতে ছিলনা। ৫ আগস্টের পর তিনি আত্মগোপন রয়েছেন। এ ঘটনার পর আবারোও পাইকগাছায় ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠার দাবি জোরালো হয়েছে। ##