
####
পাইকগাছায় প্রভাবশালীদের বিরুদ্ধে বসতঘর ভাংচুর করে বাগানবাড়ীর জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’পক্ষকে শান্তিপুর্ন অবস্থানে থাকতে বলেছেন। চাঁদখালী’র দেবদুয়ার শেখ পাড়ায় জমি নিয়ে বিরোধের এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, দেবদুয়ার শেখ পাড়ার মৃতঃ শেখ সৈয়দুর রহমানের মেয়ে শাহিদা বেগম দিংদের সাথে ভিটেবাড়ীর ১১শতক মূল্যবান জমি নিয়ে স্থানীয় মৃতঃ গোলাম মোহাম্মদ এর ছেলে গোলাম ইকবাল দিংদের সাথে বিরোধ দীর্ঘদিনের। শাহিদা বেগমের অভিযোগ, বিরোধের সুত্র ধরে গত ১০ মার্চ ভোরে প্রতিপক্ষ গোলাম গংরা পরিকল্পিত ভাবে আমার বসত ঘরের বেড়া ভাংচুর করে ভিটেবাড়ীর জমি দখল চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে চড়-থাপ্পড় দেয়। এক পর্যায়ে স্থানীয়দের হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হয়।
শাহিদার ছোট চাচা শেখ আঃ বারি ( ৭০) অভিযোগ করেন, গোলাম ইকবাল আমার ভাইয়ের কাছ থেকে ৩৩ শতক জমি ক্রয় করে এ পর্যন্ত ৪৪ শতক জমি জোর করে দখলে রাখেন। শেষ পর্যন্ত গ্রামের মানুষের সহযোগিতায় ভাইজি শাহিদা তার ভাই-বোনদের পক্ষে ১১শতক জমিতে ঘর বেঁধে বসবাস করছে। এখন সেটা সম্পর্নূ ভাঙার পায়তারা করছে ওরা। তবে অভিযোগ সম্বন্ধে গোলাম ইকবাল জানান, ক্রয়কৃত জমি থেকে প্রতিপক্ষরা উচ্ছেদের পায়তারা করলে আমি অনুপায় হয়ে আদালতের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা থানার এসআই মুস্তাফিজ জানান, জমির বিরোধে এক পক্ষের থানায় অভিযোগ ও অন্যপক্ষ আদালত এমআর মামলা করেছেন। ##