০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহানগরীতে সোয়া লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ

####

খুলনা সিটি কর্পোরেশের ৩১টি ওয়ার্ডে এক লাখ ২২ হাজার চারশত ২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ছয়শত এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ সাত হাজার আটশত ২০ জন। ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার বিকালে খুলনা সিটি করপোরেশনে উদ্যোগে অনুষ্ঠিত আগামী ১৫ মার্চ-২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। কেসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত নগর স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুনগত মান অন্যান্য ভিটামিনের চেয়ে বেশি থাকায় বাচ্চাদের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এতে কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই। তাই এটি গ্রহণের ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুকে নিয়ম মেনে সঠিক সময়ে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এটি খাওয়ানোর সময় বাচ্চাদের মুখের সাথে কোন প্রকার হাতের স্পর্শ যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে।

সভায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ আশরাফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
অবহিতকরণ সভায় খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

পাইকগাছায় নড়া নদীর নেট-পাটা বাসা ভাংচুর ও ক্ষয়ক্ষতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মহানগরীতে সোয়া লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ

আপডেট সময় : ১২:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

####

খুলনা সিটি কর্পোরেশের ৩১টি ওয়ার্ডে এক লাখ ২২ হাজার চারশত ২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ছয়শত এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ সাত হাজার আটশত ২০ জন। ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার বিকালে খুলনা সিটি করপোরেশনে উদ্যোগে অনুষ্ঠিত আগামী ১৫ মার্চ-২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। কেসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত নগর স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুনগত মান অন্যান্য ভিটামিনের চেয়ে বেশি থাকায় বাচ্চাদের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এতে কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই। তাই এটি গ্রহণের ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুকে নিয়ম মেনে সঠিক সময়ে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এটি খাওয়ানোর সময় বাচ্চাদের মুখের সাথে কোন প্রকার হাতের স্পর্শ যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে।

সভায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ আশরাফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
অবহিতকরণ সভায় খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##