
####
খুলনার পাইকগাছায় নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ সহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার সকালে উপজেলা সদরে এমানববন্ধন কর্মসূচী পালিত হয় ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, আসির হাসান পরশ, তাসফিরুল সাকিব, আসেফ আনজুম লাবিব, মেহেদী হাসান রাব্বি, গাজী তানভীর আহম্মেদ, সুমনা, তামান্না, হোসনেয়ারা, মালিহা নুসরাত, সুমনা, মায়েশা, মিতা, রানী, বুশরা, তনু, সোহানা ও জিমসহ অনেকেই। এ সময় তারা শিশু ও নারী নিযার্তনকারীদের দ্রুত গ্রেফতার ও ফাসির দাবী জানান। ##