১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে বিনিয়োগের জন্য আহ্বান: প্রধানমন্ত্রীর

  • ঢাকা ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৩:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬০ পড়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে বিনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেনসবাই বিনিয়োগ করলে নিজেরাও লাভবান হবেন, আবার দেশটাও লাভবান হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিতবিনিয়োগ ভবনউদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে আহ্বান জানান এসময় তিনি, খাদ্য কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিশেষ করে সারাদেশে গড়ে ওঠা ১শটি অর্থনৈতিক অঞ্চলে ব্যাপকভাবে বিনিয়োগ করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান

প্রধানমন্ত্রী বলেন, ১৪ বছরে আপনাদের ব্যবাসায়ী বান্ধব পরিবেশ আমরা সৃষ্টি করে দিয়েছি শান্তিপূর্ণভাবে আপনারা ব্যবসা করেন এখন আর হাওয়া ভবনের পাওয়াও দিতে হয়না কোন কিছুই করতে হয়না সেই পরিবেশ আমরা তৈরী করে দিয়েছি আর আমাদের উন্নয়নের লক্ষ্য একদম তৃণমূলের মানুষ তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে আমাদের নিজস্ব বাজার হচ্ছে, ভৌগলিক অবস্থানের  কারণে আমাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে, তাদের সঙ্গেও আমরা  যোগাযোগ স্থাপন করছিতিনি বলেন, ভূটান, নেপাল,ইন্ডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার সর্বক্ষেত্রেই  চমৎকার একটি  যোগাযোগের জায়গা তাছাড়া এই দক্ষিণ এশিয়ায় প্রায় ৩শকোটি মানুষের বাজার, এই সুবিধাটা যে কেউ নিতে পারেন তাছাড়া আমরা কক্সবাজারে অন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করে দিচ্ছি, ঢাকার সঙ্গে সরাসরি রেললাইন করা হয়েছে, আমরা সড়কের উন্নয়ন করেছি সেক্ষেত্রে আমার মনে  হয় যে ইস্ট এবং ওয়েষ্টের মধ্যে একটা ব্রীজ  হতে পার বাংলাদেশ সেভাবেই আমরা বাংলাদেশকে  গড়ে তুলছি আমরা মনেকরি আমাদের ভৌগলিক যে অবস্থান সেটাও অত্যন্ত অনুকূলেপ্রধানমন্ত্রী বলেন, মাতারবাড়িতে ইতোমধ্যে ডিপসী পোর্ট কার্যক্রম শুরু করেছে, পায়রা পোর্টের উন্নতি হচ্ছে, মোংলা পোর্টকে আমরা উন্নত করছি, বে টার্মিনালসহ আরো অনেক সুুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছিপ্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডা নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন শেখ হাসিনা আরো বলেন, আমি এটুকু বলবো সবাই বিনিয়োগ করুন এতে নিজেরাও লাভবান হবেন আবার আমার দেশটাও লাভবান হবে আমাদের রপ্তানি বাস্কেট বাড়াতে হবে কিছু নতুন নতুন পণ্য এবং বাজার আমাদের খুঁজে বের করতে হবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা, কাজেই দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশ আরো উন্নত হোক, ২০৪১ সালের মধ্যে আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করে দিয়েছি এবং তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকি পরিকল্পনাও আমরা করে যাচ্ছিতিনি বলেন, এখানেই আমরা থেমে না থেকে ২১০০ সালের  বাংলাদেশ কেমন হবে সেজন্য ডেল্টা পরিকল্পনাও প্রণয়ন করে দিয়েছি কাজেই বাংলাদেশের এই অগগ্রযাত্রা অব্যাহত থাকবে সেটাই আমরা আশাকরি কাজেই আমাদের যারা ব্যবসাবাণিজ্যের সাথে সম্পৃক্ত, আমি তাদের বলবো আপনারা আত্মবিশ্বান নিয়ে কাজ করবেন যাতে এই বাংলাদেশটাকে আমরা শুধু জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশই নয়, ক্ষুধা, দারিদ্র মুক্ত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি।

শেখ হাসিনা আরো বলেন, যেখানে আমাদের জনগোষ্ঠী হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট, ব্যবসাবানিজ্য হবে স্মার্টসবই আমরা ডিজিটার সিষ্টেমে করবো আর একটি বিষয় হচ্ছে আমরা হাইটেক পার্ক করে দিচ্ছি, ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, সব জায়গায় ট্রেনিং দেওয়া হচ্ছেতিনি বিদ্যু পানির ব্যবহারে সকলকে সাশ্রয়ী হবার পরামর্শ দেয়ার পাশাপাশি বলেন, ইংল্যান্ড দেড়শ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছে এটা সবার মনে রাখতে হবে আমরা কিন্তু সেই পর্যায়ে যাইনি গ্যাসবিদ্যু দেওয়া যাবে ক্রয়মূল্যে আর কত ভর্তুকি দেওয়া যায় এক কিলোওয়াট বিদ্যু ৎপাদনে ১২ টাকা খরচ হয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘সেখানে আমরা নিচ্ছি মাত্র টাকা তাছাড়া আমরা ভর্তুকি দিচ্ছি কৃষিতে, খাদ্য ৎপাদনে। আমরা করোনা মোকাবিলা করতে বিশেষ প্রণোদনা দিয়েছি, যাতে ব্যবসাবাণিজ্য, শিল্পকারখানা চালু থাকে প্রণোদনা দেয়ার ফলেই অর্থনীতির গতিটা সচল রয়েছেপ্রধানমন্ত্রী বলেন, আমরা শতভাগ বিদ্যু দিতে পেরেছি আমাদের লক্ষ্যই ছিল প্রত্যেক ঘরে ঘরে বিদ্যু পোঁছে দেয়ার আমরা পৌঁছে দিয়েছি জেনারেটরের ওপর যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স আমি প্রত্যাহার করে নিয়েছি শিল্পকলকারখানায় যাতে বিদ্যু ৎপাদন করতে পারে সেই ব্যবস্থাও করে দেয়া হয়েছেপদ্মা সেতু নির্মাণ ছিল চ্যালেঞ্জের। জনগণ সমর্থন দিয়েছে ফলে আমরা সফলতার সঙ্গে নিজস্ব অর্থে পদ্মা সেতু তৈরি করেছিচট্টগ্রাম সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করেছি মেট্রোরেল, পাতালরেলসহ বাংলাদেশের জন্য যা যা দরকার এক এক করে সব করার চেষ্টা অব্যাহত রয়েছেবিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ এখন ৩৫তম বৃহ অর্থনীতির দেশ স্বাধীনতার পরে পর্যায়ে আসতে পারবে কেউ ভাবতে পারেনি

উল্লেখ্য, বহুতল বিনিয়োগ ভবনটি তিনটি সংস্থাবিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে বিনিয়োগের জন্য আহ্বান: প্রধানমন্ত্রীর

প্রকাশিত সময় : ০৩:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে বিনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেনসবাই বিনিয়োগ করলে নিজেরাও লাভবান হবেন, আবার দেশটাও লাভবান হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিতবিনিয়োগ ভবনউদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে আহ্বান জানান এসময় তিনি, খাদ্য কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিশেষ করে সারাদেশে গড়ে ওঠা ১শটি অর্থনৈতিক অঞ্চলে ব্যাপকভাবে বিনিয়োগ করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান

প্রধানমন্ত্রী বলেন, ১৪ বছরে আপনাদের ব্যবাসায়ী বান্ধব পরিবেশ আমরা সৃষ্টি করে দিয়েছি শান্তিপূর্ণভাবে আপনারা ব্যবসা করেন এখন আর হাওয়া ভবনের পাওয়াও দিতে হয়না কোন কিছুই করতে হয়না সেই পরিবেশ আমরা তৈরী করে দিয়েছি আর আমাদের উন্নয়নের লক্ষ্য একদম তৃণমূলের মানুষ তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে আমাদের নিজস্ব বাজার হচ্ছে, ভৌগলিক অবস্থানের  কারণে আমাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে, তাদের সঙ্গেও আমরা  যোগাযোগ স্থাপন করছিতিনি বলেন, ভূটান, নেপাল,ইন্ডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার সর্বক্ষেত্রেই  চমৎকার একটি  যোগাযোগের জায়গা তাছাড়া এই দক্ষিণ এশিয়ায় প্রায় ৩শকোটি মানুষের বাজার, এই সুবিধাটা যে কেউ নিতে পারেন তাছাড়া আমরা কক্সবাজারে অন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করে দিচ্ছি, ঢাকার সঙ্গে সরাসরি রেললাইন করা হয়েছে, আমরা সড়কের উন্নয়ন করেছি সেক্ষেত্রে আমার মনে  হয় যে ইস্ট এবং ওয়েষ্টের মধ্যে একটা ব্রীজ  হতে পার বাংলাদেশ সেভাবেই আমরা বাংলাদেশকে  গড়ে তুলছি আমরা মনেকরি আমাদের ভৌগলিক যে অবস্থান সেটাও অত্যন্ত অনুকূলেপ্রধানমন্ত্রী বলেন, মাতারবাড়িতে ইতোমধ্যে ডিপসী পোর্ট কার্যক্রম শুরু করেছে, পায়রা পোর্টের উন্নতি হচ্ছে, মোংলা পোর্টকে আমরা উন্নত করছি, বে টার্মিনালসহ আরো অনেক সুুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছিপ্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডা নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন শেখ হাসিনা আরো বলেন, আমি এটুকু বলবো সবাই বিনিয়োগ করুন এতে নিজেরাও লাভবান হবেন আবার আমার দেশটাও লাভবান হবে আমাদের রপ্তানি বাস্কেট বাড়াতে হবে কিছু নতুন নতুন পণ্য এবং বাজার আমাদের খুঁজে বের করতে হবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা, কাজেই দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশ আরো উন্নত হোক, ২০৪১ সালের মধ্যে আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করে দিয়েছি এবং তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকি পরিকল্পনাও আমরা করে যাচ্ছিতিনি বলেন, এখানেই আমরা থেমে না থেকে ২১০০ সালের  বাংলাদেশ কেমন হবে সেজন্য ডেল্টা পরিকল্পনাও প্রণয়ন করে দিয়েছি কাজেই বাংলাদেশের এই অগগ্রযাত্রা অব্যাহত থাকবে সেটাই আমরা আশাকরি কাজেই আমাদের যারা ব্যবসাবাণিজ্যের সাথে সম্পৃক্ত, আমি তাদের বলবো আপনারা আত্মবিশ্বান নিয়ে কাজ করবেন যাতে এই বাংলাদেশটাকে আমরা শুধু জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশই নয়, ক্ষুধা, দারিদ্র মুক্ত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি।

শেখ হাসিনা আরো বলেন, যেখানে আমাদের জনগোষ্ঠী হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট, ব্যবসাবানিজ্য হবে স্মার্টসবই আমরা ডিজিটার সিষ্টেমে করবো আর একটি বিষয় হচ্ছে আমরা হাইটেক পার্ক করে দিচ্ছি, ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, সব জায়গায় ট্রেনিং দেওয়া হচ্ছেতিনি বিদ্যু পানির ব্যবহারে সকলকে সাশ্রয়ী হবার পরামর্শ দেয়ার পাশাপাশি বলেন, ইংল্যান্ড দেড়শ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছে এটা সবার মনে রাখতে হবে আমরা কিন্তু সেই পর্যায়ে যাইনি গ্যাসবিদ্যু দেওয়া যাবে ক্রয়মূল্যে আর কত ভর্তুকি দেওয়া যায় এক কিলোওয়াট বিদ্যু ৎপাদনে ১২ টাকা খরচ হয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘সেখানে আমরা নিচ্ছি মাত্র টাকা তাছাড়া আমরা ভর্তুকি দিচ্ছি কৃষিতে, খাদ্য ৎপাদনে। আমরা করোনা মোকাবিলা করতে বিশেষ প্রণোদনা দিয়েছি, যাতে ব্যবসাবাণিজ্য, শিল্পকারখানা চালু থাকে প্রণোদনা দেয়ার ফলেই অর্থনীতির গতিটা সচল রয়েছেপ্রধানমন্ত্রী বলেন, আমরা শতভাগ বিদ্যু দিতে পেরেছি আমাদের লক্ষ্যই ছিল প্রত্যেক ঘরে ঘরে বিদ্যু পোঁছে দেয়ার আমরা পৌঁছে দিয়েছি জেনারেটরের ওপর যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স আমি প্রত্যাহার করে নিয়েছি শিল্পকলকারখানায় যাতে বিদ্যু ৎপাদন করতে পারে সেই ব্যবস্থাও করে দেয়া হয়েছেপদ্মা সেতু নির্মাণ ছিল চ্যালেঞ্জের। জনগণ সমর্থন দিয়েছে ফলে আমরা সফলতার সঙ্গে নিজস্ব অর্থে পদ্মা সেতু তৈরি করেছিচট্টগ্রাম সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করেছি মেট্রোরেল, পাতালরেলসহ বাংলাদেশের জন্য যা যা দরকার এক এক করে সব করার চেষ্টা অব্যাহত রয়েছেবিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ এখন ৩৫তম বৃহ অর্থনীতির দেশ স্বাধীনতার পরে পর্যায়ে আসতে পারবে কেউ ভাবতে পারেনি

উল্লেখ্য, বহুতল বিনিয়োগ ভবনটি তিনটি সংস্থাবিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে