০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রামপালে মৎস্য ফার্মে বিষ প্রয়োগে চাষির ২ লাখ টাকার ক্ষতি

####

রামপালে আ.লীগ নেতার বিরুদ্ধে মৎস্য ফার্মে বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে। এতে মৎস্য ফার্মের মালিকের দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় খামার মালিক উজলকুড় ইউনিয়ন বিএনপি নেতা মোঃ তরিকুল ইসলাম আকুঞ্জী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার ধলদাহ গ্রামের মোঃ আকবর আলী আকুঞ্জীর ছেলে বিএনপি নেতা মোঃ তারিকুল ইসলাম আকুঞ্জী দীর্ঘ দিন ধরে ২৫ বিঘা জমি রেখে মৎস্য ফার্ম করে সেখানে রুই জাতীয় ধানি পোনার চাষ করে আসছেন। তার ফার্মে রুই জাতীয় পোনা মজুদ ছিল। ঘটনার দিন ১৪ মার্চ ভোর ৫ টার সময় উজলকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাহেব আলী আকুঞ্জী ও তার সহযোগী মোঃ রফিকুল গাইনসহ অজ্ঞাত ২/৩ জন তারিকুলের ঘেরে যায়। ওই সময় তাদের হাতে থাকা সিডর নামক দুই বোতল কিট নাশক ঘেরের পুকুরে ছিটিয়ে দেন। ঘেরের বাসায় থাকা তরিকুল বুঝে ওঠার আগেই তারা বাসার পাশ দিয়ে চলে যান। একটু পরে ঘেরের পোনা মাছ ভেসে উঠে মরতে থাকে। এই দেখে ফয়লা বিমান বন্দরের খালের পাশ দিয়ে বাড়ীতে ফেরার পথে সিডর নামক দুই বোতল খালি বিষের বোতল দেখেন। ঘের মালিক তারিকুল জানান, গত বছর ও একই সময় বিষ প্রয়োগ করে আমার ক্ষতি করা হয়। আমার ঘেরে মজুদকৃত ২৫ মন মাছ মারা যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তিনি আরো জানান, সাহেব আলী খুব ধুরন্ধর লোক। তার সাথে আমার পূর্ব থেকেই বিবাদ চলে আসছিল। যে কারণে সে আমার ক্ষতি সাধন করে আসছে।

অভিযোগের বিষয়ে সাহেব আলী আকুঞ্জীর কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সব জমি আমার। আমি এসপি অফিসে কেস দিছি। যা মোংলা সার্কেল অফিসে বিচারাধীন আছে। সে আমার জমি জোর করে খাচ্ছে।

এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ফয়লা ফাড়ির ফোর্স ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।#

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

পাইকগাছায় নড়া নদীর নেট-পাটা বাসা ভাংচুর ও ক্ষয়ক্ষতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রামপালে মৎস্য ফার্মে বিষ প্রয়োগে চাষির ২ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৮:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

####

রামপালে আ.লীগ নেতার বিরুদ্ধে মৎস্য ফার্মে বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে। এতে মৎস্য ফার্মের মালিকের দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় খামার মালিক উজলকুড় ইউনিয়ন বিএনপি নেতা মোঃ তরিকুল ইসলাম আকুঞ্জী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার ধলদাহ গ্রামের মোঃ আকবর আলী আকুঞ্জীর ছেলে বিএনপি নেতা মোঃ তারিকুল ইসলাম আকুঞ্জী দীর্ঘ দিন ধরে ২৫ বিঘা জমি রেখে মৎস্য ফার্ম করে সেখানে রুই জাতীয় ধানি পোনার চাষ করে আসছেন। তার ফার্মে রুই জাতীয় পোনা মজুদ ছিল। ঘটনার দিন ১৪ মার্চ ভোর ৫ টার সময় উজলকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাহেব আলী আকুঞ্জী ও তার সহযোগী মোঃ রফিকুল গাইনসহ অজ্ঞাত ২/৩ জন তারিকুলের ঘেরে যায়। ওই সময় তাদের হাতে থাকা সিডর নামক দুই বোতল কিট নাশক ঘেরের পুকুরে ছিটিয়ে দেন। ঘেরের বাসায় থাকা তরিকুল বুঝে ওঠার আগেই তারা বাসার পাশ দিয়ে চলে যান। একটু পরে ঘেরের পোনা মাছ ভেসে উঠে মরতে থাকে। এই দেখে ফয়লা বিমান বন্দরের খালের পাশ দিয়ে বাড়ীতে ফেরার পথে সিডর নামক দুই বোতল খালি বিষের বোতল দেখেন। ঘের মালিক তারিকুল জানান, গত বছর ও একই সময় বিষ প্রয়োগ করে আমার ক্ষতি করা হয়। আমার ঘেরে মজুদকৃত ২৫ মন মাছ মারা যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তিনি আরো জানান, সাহেব আলী খুব ধুরন্ধর লোক। তার সাথে আমার পূর্ব থেকেই বিবাদ চলে আসছিল। যে কারণে সে আমার ক্ষতি সাধন করে আসছে।

অভিযোগের বিষয়ে সাহেব আলী আকুঞ্জীর কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সব জমি আমার। আমি এসপি অফিসে কেস দিছি। যা মোংলা সার্কেল অফিসে বিচারাধীন আছে। সে আমার জমি জোর করে খাচ্ছে।

এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ফয়লা ফাড়ির ফোর্স ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।#