### জাতিসংঘ ঘোষিত “সহিংস উগ্রপন্থা প্রতিরোধ দিবস” আজ ১২ ফেব্রুয়ারী। দিবসটির প্রাক্কালে এক বানীতে জাতিসংঘ মহাসচিব আন্তেনিয় গুতেরেস বলেছেন, “চরম অন্তর্নিহিত হিংসাশ্রয়ী চরম মতবাদসমুহ, যেগুলি নারী পুরুষদের সন্ত্রাসবাদে প্রলুব্ধ করে সে সকল বিষয়ে টেকসই প্রতিরোধ গড়ে তোলা দরকার।” জাতিসংঘ সদর দফতর ১২ ফেব্রুয়ারি এই দিবস পালন করবে। গত ডিসেম্বর ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদে সিদ্ধান্ত নেয়া হয় প্রতি বছর ১২ ফেব্রুয়ারী “আর্ন্তজাতিক সন্ত্রাসবাদের উৎস সহিংস উগ্রপন্থা প্রতিরোধে” বিশ্বব্যাপী দিবসটি পালন করা হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের সকল দেশের তরফ থেকে দিবস ঘোষণার প্রাক্কালে বলা হয়, “সহিংস উগ্রপন্থা একটি বৈশ্বিত হুমকি। মূল কারণগুলি চিহ্নিত করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বের যে সকল এলাকায় তরুণ- যুবরা সহিংস উগ্রপন্থা প্রতিরোধে কাজ করছেন তাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
রূপান্তর পিস কনসের্টিয়াম ও সারা দেশের ১৮৯টি পিসক্লাব উগ্রপন্থা বিরোধী যুব প্লাটফরম এ দিবসটি পালন করবে। শান্তিপূর্ণ, সমতাময়, মর্যাদাবান এক বাংলাদেশ গড়ে তুলতে যুবরা দিবসটি পালনের জন্য সকলর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। সারা দেশে পিসক্লাবসমুহ এই দিবসে যে সকল কর্মসূচী বান্তবায়ন করছে সেগুলি তা হচ্ছে, “শান্তির জন্য তরুণ” (Youth for Peace) নামে একটি অনলাইন নেটওয়ার্ক চালু করবে। এছাড়াও দিবসে অন্যন্য কর্মসূচীর মধ্যে রযেছে, উগ্রপন্থা প্রতিরোধ সচেতনীকরণে জনপ্রিয় পটগান, আলোচনা, লিফলেট বিতরণ ও ক্রীড়ানুষ্ঠানসহ নানা ধরণের সাংস্কৃতিক কর্মকান্ড। অনুষ্ঠানে সকলকের অংশগ্রহণের জন্য পিসক্লাবের যুবরা আমন্ত্রণ জানিয়েছে। ##