
####
খুলনায় ৬ দফা দাবিতে ট্রেন অবরোধ করে চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টার দিকে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় ট্রেন আটকে দেয় কয়েকশত শির্ক্ষাথী। ফলে প্রায় ৩ ঘন্টা সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে যাত্রীরা। এদিকে, শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করায় খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেতে পারেনি।
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. হানিফ আকাশ বলেন, ছয় দফা দাবিতে খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক ও ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা আন্দোলন করছি। আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সব দাবি মানতে হবে। দ্রুত দাবী না মানলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেয় শির্ক্ষাথীরা। উর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ তুলে নিয়েছি।
খুলনার রেলওয়ে স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এরফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। পরে ১২ টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সাড়ে ১২ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। একে একে চিত্রা, রকেট ও মহানন্দা ট্রেন ছেড়ে যায়। ##