০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেল আয়ারল্যান্ড

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • ৬৫ পড়েছেন

###   বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পারলেও, এবার আয়ারল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলো না বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচ হারলেও তিন ম্যাচে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ।শামীম হোসেনের হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। ৪২ বলে ৫১ রানের ইনিংস খেলেন শামীম হোসেন। জবাবে অধিনায়ক পল স্টার্লিংয়ে ৪১ বলে ৭৭ রানের সুবাদেই ১৪তম ওভারে জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে যেকোন ফরম্যাটে এটাই প্রথম জয় আইরিশদের।

খেলায় ব্যাট হাতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ১টি করে বাউন্ডারিতে ৯ রান তোলেন  বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ৫ রান করে দ্বিতীয় ওভারের প্রথম বলে আয়ারল্যান্ড  পেসার মার্ক অ্যাডায়ারের বলে আউট হন লিটন দাশ। তৃতীয় ওভারে অফ-স্পিনার হ্যারি টেক্টরের শিকার হন নাজমুল হোসেন শান্তকে ।এরপর পাওয়ার প্লেতে চতুর্থ ওভারে পেসার কার্টিস ক্যাম্পারের শিকার হন রনি। ১০ বল খেলে ৩টি চার মেরে রনির সংগ্রহ ১৪ রান ।  ষষ্ঠ ওভারে অধিনায়ক সাকিব আল হাসানকে ৬ রানে নিজের দ্বিতীয় শিকার বানান অ্যাডায়ার।  এতে পাওয়ার প্লের ৬ ওভারে ৪১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম ওভারে তাওহিদ হৃদয়কে ১২ রানে সাজ ঘরে পাঠান লেগ স্পিনার বেন হোয়াইট।  চাপের মুখে বাংলাদেশের হাল ধারার চেষ্টা করেন শামীম ও অভিষেক ম্যাচ খেলতে নামা রিসাদ। ১৬ বলে ২০ রান তুলে নবম ওভারে স্পিনার ম্যাট হামফ্রেসের শিকার হন ব্যক্তিগত ৮ রানে রিশাদ। একই ওভারে তাসকিন আহমেদকে শূন্য হাতে বিদায় দেন হামফ্রেস। ৬১ রানে অষ্টম উইকেটে নাসুম আহমেদকে নিয়ে ৩৪ বলে ৩৩, নবম উইকেটে শরিফুলের সাথে ১০ বলে ১০ ও দশম উইকেটে হাসান মাহমুদের সাথে ১৫ বলে ২০ রানের জুটি গড়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন শামীম। শেষ উইকেট জুটিতে ১৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৫১ রান করে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শামীম। শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হন শামীম। ৪ বল বাকী রেখে ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।২ রানে অপরাজিত থাকেন হাসান। আয়ারল্যান্ডের অ্যাডায়ার ৩টি ও হামফ্রেস ২টি উইকেট নেন।

জবাবে, ১২৫ রানের টার্গেটে আয়ারল্যান্ডকে ভালো শুরু করতে দেননি পেসার তাসকিন। তৃতীয় ওভারেই রস অ্যাডায়ারকে ৭ রানে বিদায় করেন তিনি। ষষ্ঠ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। লরকান টাকারকে ৪ রানে আউট করেন তিনি। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৭ রান তুলে আয়ারল্যান্ড। তৃতীয় উইকেটে আয়ারল্যান্ডের জয়ের পথ মসৃণ করেন অধিনায়ক পল স্টার্লিং ও হ্যারি টেক্টর। বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে ৩১ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্টার্লিং। অর্ধশতকের পর ১১তম ওভারে শরিফুলের বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২০ রান তোলেন স্টার্লিং।১৩তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে স্টার্লিংকে শিকার করেন স্পিনার রিশাদ। তৃতীয় উইকেটে টেক্টরের সাথে ৪২ বলে ৬৮ রান যোগ করেন স্টার্লিং। ১০টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৭৭ রান করেন আইরিশ দলপতি। এরপর কার্টিস ক্যাম্ফারকে নিয়ে বাকী ১৭ রান তুলে ১৪ ওভারেই আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন টেক্টর। ক্যাম্ফার ২টি চার ও ১টি ছক্কায় ৯ বলে ১৬ ও টেক্টর ১৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের তাসকিন-শরিফুল ও রিশাদ ১টি করে উইকেট নেন। ফলে আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়লাভ কর।ম্যাচ সেরা  হন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। সিরিজ সেরা হন  বাংলাদেশের তাসকিন আহমেদ।

আগামী ৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার এক ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কেএমপি’র ০২ পুলিশ সদস্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেল আয়ারল্যান্ড

প্রকাশিত সময় : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

###   বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পারলেও, এবার আয়ারল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলো না বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচ হারলেও তিন ম্যাচে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ।শামীম হোসেনের হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। ৪২ বলে ৫১ রানের ইনিংস খেলেন শামীম হোসেন। জবাবে অধিনায়ক পল স্টার্লিংয়ে ৪১ বলে ৭৭ রানের সুবাদেই ১৪তম ওভারে জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে যেকোন ফরম্যাটে এটাই প্রথম জয় আইরিশদের।

খেলায় ব্যাট হাতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ১টি করে বাউন্ডারিতে ৯ রান তোলেন  বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ৫ রান করে দ্বিতীয় ওভারের প্রথম বলে আয়ারল্যান্ড  পেসার মার্ক অ্যাডায়ারের বলে আউট হন লিটন দাশ। তৃতীয় ওভারে অফ-স্পিনার হ্যারি টেক্টরের শিকার হন নাজমুল হোসেন শান্তকে ।এরপর পাওয়ার প্লেতে চতুর্থ ওভারে পেসার কার্টিস ক্যাম্পারের শিকার হন রনি। ১০ বল খেলে ৩টি চার মেরে রনির সংগ্রহ ১৪ রান ।  ষষ্ঠ ওভারে অধিনায়ক সাকিব আল হাসানকে ৬ রানে নিজের দ্বিতীয় শিকার বানান অ্যাডায়ার।  এতে পাওয়ার প্লের ৬ ওভারে ৪১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম ওভারে তাওহিদ হৃদয়কে ১২ রানে সাজ ঘরে পাঠান লেগ স্পিনার বেন হোয়াইট।  চাপের মুখে বাংলাদেশের হাল ধারার চেষ্টা করেন শামীম ও অভিষেক ম্যাচ খেলতে নামা রিসাদ। ১৬ বলে ২০ রান তুলে নবম ওভারে স্পিনার ম্যাট হামফ্রেসের শিকার হন ব্যক্তিগত ৮ রানে রিশাদ। একই ওভারে তাসকিন আহমেদকে শূন্য হাতে বিদায় দেন হামফ্রেস। ৬১ রানে অষ্টম উইকেটে নাসুম আহমেদকে নিয়ে ৩৪ বলে ৩৩, নবম উইকেটে শরিফুলের সাথে ১০ বলে ১০ ও দশম উইকেটে হাসান মাহমুদের সাথে ১৫ বলে ২০ রানের জুটি গড়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন শামীম। শেষ উইকেট জুটিতে ১৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৫১ রান করে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শামীম। শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হন শামীম। ৪ বল বাকী রেখে ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।২ রানে অপরাজিত থাকেন হাসান। আয়ারল্যান্ডের অ্যাডায়ার ৩টি ও হামফ্রেস ২টি উইকেট নেন।

জবাবে, ১২৫ রানের টার্গেটে আয়ারল্যান্ডকে ভালো শুরু করতে দেননি পেসার তাসকিন। তৃতীয় ওভারেই রস অ্যাডায়ারকে ৭ রানে বিদায় করেন তিনি। ষষ্ঠ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। লরকান টাকারকে ৪ রানে আউট করেন তিনি। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৭ রান তুলে আয়ারল্যান্ড। তৃতীয় উইকেটে আয়ারল্যান্ডের জয়ের পথ মসৃণ করেন অধিনায়ক পল স্টার্লিং ও হ্যারি টেক্টর। বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে ৩১ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্টার্লিং। অর্ধশতকের পর ১১তম ওভারে শরিফুলের বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২০ রান তোলেন স্টার্লিং।১৩তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে স্টার্লিংকে শিকার করেন স্পিনার রিশাদ। তৃতীয় উইকেটে টেক্টরের সাথে ৪২ বলে ৬৮ রান যোগ করেন স্টার্লিং। ১০টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৭৭ রান করেন আইরিশ দলপতি। এরপর কার্টিস ক্যাম্ফারকে নিয়ে বাকী ১৭ রান তুলে ১৪ ওভারেই আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন টেক্টর। ক্যাম্ফার ২টি চার ও ১টি ছক্কায় ৯ বলে ১৬ ও টেক্টর ১৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের তাসকিন-শরিফুল ও রিশাদ ১টি করে উইকেট নেন। ফলে আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়লাভ কর।ম্যাচ সেরা  হন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। সিরিজ সেরা হন  বাংলাদেশের তাসকিন আহমেদ।

আগামী ৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার এক ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।##