০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বটিয়াঘাটার তেতুলতলায় সন্ত্রাসী সঞ্জয়-পান্না বাহিনীর তান্ডব : ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে ১০লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত-৩

###

খুলনার বটিয়াঘাটার তেতুলতলায় হরিদাস মন্ডলের বাড়ীতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সঞ্জয়-ইউনুস-পান্না বাহিনী হামলা চালিয়ে বেপরোয়া মারপিট, ব্যাপক ভাংচুর ও লুটপাটসহ নারকীয় তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে সন্ত্রাসী সঞ্জয় পাল, ইউনুস ও পান্নার নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা, মারপিট ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা পরিবারের দুটি বসত ঘর ও ধান মাড়াই মিলের সবকিছুই গুড়িয়ে দিয়েছে। এ সময় সন্ত্রাসী বাহিনী নগদ ৫০হাজার টাকা, স্বর্নালংকার, সদ্য কেনা একটি ইজিবাইক, ২০বস্তা ধান, কয়েক মন চাল ও জামা-কাপড়সহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় বাড়ীর মালিক হরিদাস মন্ডল, তার পিতা নারায়ন মন্ডল  ও মাতা কালীদাসী মন্ডল গুরুতর আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামের হরিদাস মন্ডল ও স্ত্রী মিতালী মন্ডল জানান, শুক্রবার রাতে তারা প্রতিদিনের মত রাতের খাবারের পর ঘুমাতে যান। রাত ১২টার দিকে স্থানীয় মন্টু পালের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ছিনতাইসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী সঞ্জয় পাল, কাদের হাওলাদারের ছেলে ০৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সন্ত্রাসী পান্না হাওলাদার ও ইউনুসের নেতৃত্বে রুহুলের ছেলে বাবু ও সাইদুলসহ ৪০-৫০জন  সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘরবাড়িতে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে হরিদাসের ধান মিল, বসত ঘর, রান্না ঘরসহ সবকিছুই ভেঙ্গে গুড়িয়ে দেয়। সন্ত্রাসীরা হরিদাসকে বেপরোয়া মারপিট করে টেনে-হেচড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়।এ সময় হরিদাসের স্ত্রী মালতি মন্ডল, তার পিতা নারায়ন মন্ডল, মাতা কালীদাসী মন্ডল ও ছোট শিশুকেও বেপরোয়া মারপিট করে। সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র, স্বর্নালংকার, ধান, চাল, একটি ইজিবাইক, নগদ ৫০হাজার টাকাসহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় হরিদাস মন্ডল, নারায়ন মন্ডল ও কালীদাসী মন্ডল গুরুতর আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে এলাকার বিপুল ও আশীষসহ অন্যরা সন্ত্রাসীদের বাধা দিতে এলেও তারাও হামলার শিকার ও ভয়ে এগিয়ে আসতে পারেনি।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা হামলার সময়  আশেপাশের বাড়ীর লোকজনকে তালাবদ্ধ করে রাখে।এলাকার যারা দুর থেকে ঘটনা প্রত্যক্ষ করেছেন তারাও এমন নারকীয় ও বর্বর তান্ডব ১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময়ও হয়নি বলে উল্লেখ করেন। তারা আরও জানান, ঘটনার সময় বটিয়াঘাটা থানা পুলিশকে ফোন দেয়া হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। পরে ৯৯৯নাম্বারে ফোন দিলে তারপর বটিয়াঘাটার থানা পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্তাই নেয়নি পুলিশ। তারা সঞ্জয়-ইউনুস-পান্না সন্ত্রাসী বাহিনীর সদস্যদেরকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানান। বটিয়াঘাটা থানার ওসি মো: শওকত কবীর জানান, ৩১মার্চ রাতে বটিয়াঘাটার তেতুলতলায় হরিদাস মন্ডলের বাড়িতে সন্ত্রাসীরা হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত গৃহকর্তা হরিদাস ও তার পিতা-মাতা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখনও ভুক্তবোগীরা কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামরা রেকর্ডসহ সন্ত্রাসীদের আটক ও আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।  ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কেএমপি’র ০২ পুলিশ সদস্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

বটিয়াঘাটার তেতুলতলায় সন্ত্রাসী সঞ্জয়-পান্না বাহিনীর তান্ডব : ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে ১০লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত-৩

প্রকাশিত সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

###

খুলনার বটিয়াঘাটার তেতুলতলায় হরিদাস মন্ডলের বাড়ীতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সঞ্জয়-ইউনুস-পান্না বাহিনী হামলা চালিয়ে বেপরোয়া মারপিট, ব্যাপক ভাংচুর ও লুটপাটসহ নারকীয় তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে সন্ত্রাসী সঞ্জয় পাল, ইউনুস ও পান্নার নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা, মারপিট ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা পরিবারের দুটি বসত ঘর ও ধান মাড়াই মিলের সবকিছুই গুড়িয়ে দিয়েছে। এ সময় সন্ত্রাসী বাহিনী নগদ ৫০হাজার টাকা, স্বর্নালংকার, সদ্য কেনা একটি ইজিবাইক, ২০বস্তা ধান, কয়েক মন চাল ও জামা-কাপড়সহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় বাড়ীর মালিক হরিদাস মন্ডল, তার পিতা নারায়ন মন্ডল  ও মাতা কালীদাসী মন্ডল গুরুতর আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামের হরিদাস মন্ডল ও স্ত্রী মিতালী মন্ডল জানান, শুক্রবার রাতে তারা প্রতিদিনের মত রাতের খাবারের পর ঘুমাতে যান। রাত ১২টার দিকে স্থানীয় মন্টু পালের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ছিনতাইসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী সঞ্জয় পাল, কাদের হাওলাদারের ছেলে ০৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সন্ত্রাসী পান্না হাওলাদার ও ইউনুসের নেতৃত্বে রুহুলের ছেলে বাবু ও সাইদুলসহ ৪০-৫০জন  সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘরবাড়িতে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে হরিদাসের ধান মিল, বসত ঘর, রান্না ঘরসহ সবকিছুই ভেঙ্গে গুড়িয়ে দেয়। সন্ত্রাসীরা হরিদাসকে বেপরোয়া মারপিট করে টেনে-হেচড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়।এ সময় হরিদাসের স্ত্রী মালতি মন্ডল, তার পিতা নারায়ন মন্ডল, মাতা কালীদাসী মন্ডল ও ছোট শিশুকেও বেপরোয়া মারপিট করে। সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র, স্বর্নালংকার, ধান, চাল, একটি ইজিবাইক, নগদ ৫০হাজার টাকাসহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় হরিদাস মন্ডল, নারায়ন মন্ডল ও কালীদাসী মন্ডল গুরুতর আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে এলাকার বিপুল ও আশীষসহ অন্যরা সন্ত্রাসীদের বাধা দিতে এলেও তারাও হামলার শিকার ও ভয়ে এগিয়ে আসতে পারেনি।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা হামলার সময়  আশেপাশের বাড়ীর লোকজনকে তালাবদ্ধ করে রাখে।এলাকার যারা দুর থেকে ঘটনা প্রত্যক্ষ করেছেন তারাও এমন নারকীয় ও বর্বর তান্ডব ১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময়ও হয়নি বলে উল্লেখ করেন। তারা আরও জানান, ঘটনার সময় বটিয়াঘাটা থানা পুলিশকে ফোন দেয়া হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। পরে ৯৯৯নাম্বারে ফোন দিলে তারপর বটিয়াঘাটার থানা পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্তাই নেয়নি পুলিশ। তারা সঞ্জয়-ইউনুস-পান্না সন্ত্রাসী বাহিনীর সদস্যদেরকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানান। বটিয়াঘাটা থানার ওসি মো: শওকত কবীর জানান, ৩১মার্চ রাতে বটিয়াঘাটার তেতুলতলায় হরিদাস মন্ডলের বাড়িতে সন্ত্রাসীরা হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত গৃহকর্তা হরিদাস ও তার পিতা-মাতা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখনও ভুক্তবোগীরা কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামরা রেকর্ডসহ সন্ত্রাসীদের আটক ও আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।  ##