
রূপসা প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগ রূপসা উপজেলা শাখা আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠনটি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম আযম খসরুর নামে চালানো হচ্ছে অপপ্রচার। এরই ধারাবাহিকতায় শ্রমিক লীগ রূপসা উপজেলা শাখার কমিটি নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা নানাভাবে কেন্দ্রীয় নেতা আযম খসরুসহ জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। নেতৃবৃন্দ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, রূপসায় যদি কোন ভুঁইফোড় সংগঠন শ্রমিক লীগের পরিচয় দিয়ে মাঠে নামার চেষ্টা করে তবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব কে.এম. আযম খসরুর নামে অপপ্রচার চালানো ও সারা দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রূপসা উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে শনিবার বিকেল ৩টায় পূর্ব রূপসা ঘাট চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
সভায় নেতৃবৃন্দ বর্তমান সরকারের নামে বিএনপি-জামায়াতের নানা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোন প্রকার বিশৃঙ্খলার চেষ্টা করলে শ্রমিক লীগ তা প্রতিহত করবে।
রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আশরাফ আলী রাজ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা শ্রমিক লীগের আহবায়ক সরদার মিজানুর রহমান মিজান।
প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শেখ সোলাইমান হোসেন দুলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক কাজী কামরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের যুগ্ম- আহবায়ক ডাঃ নিরাঞ্জন মন্ডল, জেলা শ্রমিক লীগের সদস্য মো. রনি শিকদার, মো. মুসা শেখ, ডাঃ এস এম হেলাল আহমেদ, জেলা যুবলীগের সদস্য মো. হারুন মোল্লা, জেলা মটর শ্রমিক লীগের সভাপতি মো. শের আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা ইউপি সদস্য রেশমা আক্তার, আব্দুর রাজ্জাক শেখ, মাসুম সরদার,
রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক এস এম এ তাহের, যুগ্ম- আহবায়ক রিপন হাওলাদার,
শ্রমিক লীগ নেতা মো. ফজলু মাতুব্বর, মো. ইসরাইল শেখ, মো. কবির শেখ, সাহাদাত বেপারী, পিকে দাস, সোহেল হোসেন রাজা, এস এম সোহেল হোসেন লিটন, মো. সাইফুল ইসলাম, মো. হানিফ শেখ, মো. তারেক আহমেদ টিপু, নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো.
জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম শেখ, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন,
পূর্ব রূপসা বাগমারা বাজার বনিক সমিতির সভাপতি মো. ইসারাত হোসেন ইসা, যুবলীগ নেতা আশিষ রায়, সাগর শেখ, শ্রমিক লীগ নেতা ইসহাক শেখ, মোতালেব শেখ, মো. বিল্লাল শেখ, মো. মুন্না প্রমুখ।