০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আগামি বছর জাতীয় মেধা তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি : শিক্ষামন্ত্রী

###    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যায়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোনো পদ্ধতি চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হয়। এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি ভর্তি পরীক্ষা হবে। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে। এ সময় সাংবাদিকেদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, র্যা গিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র্যােগিং বন্ধ করার চেষ্টা হচ্ছে। অন্যান্য সামাজিক সমস্যার মতোই একটি সমস্যা র্যা গিং। শুধু আইন করে বা শিক্ষকদের দিয়ে হবে না। র্যা গিংয়ের বিরুদ্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, সবাই চাওয়া সত্ত্বেও, আইন থাকা সত্ত্বেও বিশ্বের অনেক জায়গায় এখনো র্যাশগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারও কাম্য নয়। র্যা গিং বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে-এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে। বুধবার কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা অঞ্চলের বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরআগে কুষ্টিয়া-১(দৌলতপুর)আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্ এ অনুষ্টানের উদ্বোধন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহাবুবুল আলম জোয়ার্দার, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলো অধ্যাপক ডা. হাসিনা খান। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভকেট হাসানুল আসকার হাসু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভকেট শরিফ উদ্দিন রিমন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাসসহ খুলনা অঞ্চলের অধ্যক্ষ ও বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

আগামি বছর জাতীয় মেধা তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি : শিক্ষামন্ত্রী

প্রকাশিত সময় : ০৭:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

###    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যায়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোনো পদ্ধতি চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হয়। এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি ভর্তি পরীক্ষা হবে। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে। এ সময় সাংবাদিকেদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, র্যা গিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র্যােগিং বন্ধ করার চেষ্টা হচ্ছে। অন্যান্য সামাজিক সমস্যার মতোই একটি সমস্যা র্যা গিং। শুধু আইন করে বা শিক্ষকদের দিয়ে হবে না। র্যা গিংয়ের বিরুদ্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, সবাই চাওয়া সত্ত্বেও, আইন থাকা সত্ত্বেও বিশ্বের অনেক জায়গায় এখনো র্যাশগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারও কাম্য নয়। র্যা গিং বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে-এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে। বুধবার কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা অঞ্চলের বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরআগে কুষ্টিয়া-১(দৌলতপুর)আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্ এ অনুষ্টানের উদ্বোধন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহাবুবুল আলম জোয়ার্দার, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলো অধ্যাপক ডা. হাসিনা খান। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভকেট হাসানুল আসকার হাসু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভকেট শরিফ উদ্দিন রিমন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাসসহ খুলনা অঞ্চলের অধ্যক্ষ ও বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ##