০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আনসার ও ভিডিপি মহাপরিচালকের খুলনা রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পরিদর্শন

  • নিউজ ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০১:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ৫৯ পড়েছেন

###    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক রবিবার খুলনা রেঞ্জ, জেলা কার্যালয় ও ৩ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেছেন। রবিবার মহাপরিচালক সকালে খুলনা রেঞ্জ কার্যালয়ে এসে পৌছালে তাঁকে স্বাগত জানান খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। এ সময় ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে রেঞ্জ কার্যালয়ের সভা কক্ষে খুলনা রেঞ্জের প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রিফিং প্রদান করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলার কার্যক্রমের ব্রিফিং প্রদান করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান। এ সময় মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেন, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার প্রচেষ্টায় বাহিনী সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন দেশ সেবার আদর্শ কে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে। দরবারে ব্যাটালিয়ন আনসারদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন।তিনি বাহিনীর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বাতœক চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ব্যাটলিয়ন সদস্যদের যার যার জমি আছে সেখানে নিজেরা ফসল উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পরামর্শ দেন। দরবারে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও অধিনায়ক ৩ আনসার ব্যাটলিয়ন চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন। এর আগে মহাপরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন সদরে পৌছালে ব্যাটালিন অধিনায়ক চন্দন দেবনাথ তাঁকে স¦াগত জানান। এ সময় খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। মহাপরিচালক মহোদয়কে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মহাপরিচালক ৩ আনসার বাটালিয়নের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

আনসার ও ভিডিপি মহাপরিচালকের খুলনা রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পরিদর্শন

প্রকাশিত সময় : ০১:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

###    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক রবিবার খুলনা রেঞ্জ, জেলা কার্যালয় ও ৩ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেছেন। রবিবার মহাপরিচালক সকালে খুলনা রেঞ্জ কার্যালয়ে এসে পৌছালে তাঁকে স্বাগত জানান খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। এ সময় ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে রেঞ্জ কার্যালয়ের সভা কক্ষে খুলনা রেঞ্জের প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রিফিং প্রদান করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলার কার্যক্রমের ব্রিফিং প্রদান করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান। এ সময় মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেন, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার প্রচেষ্টায় বাহিনী সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন দেশ সেবার আদর্শ কে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে। দরবারে ব্যাটালিয়ন আনসারদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন।তিনি বাহিনীর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বাতœক চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ব্যাটলিয়ন সদস্যদের যার যার জমি আছে সেখানে নিজেরা ফসল উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পরামর্শ দেন। দরবারে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও অধিনায়ক ৩ আনসার ব্যাটলিয়ন চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন। এর আগে মহাপরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন সদরে পৌছালে ব্যাটালিন অধিনায়ক চন্দন দেবনাথ তাঁকে স¦াগত জানান। এ সময় খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। মহাপরিচালক মহোদয়কে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মহাপরিচালক ৩ আনসার বাটালিয়নের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। ##