০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
কেসিসি নির্বাচন :

আমাকে ভোট না দিলেও যাকে খুশী দিন তবুও ভোট কেন্দ্রে আসুন: মেয়র প্রার্থী  মুশফিক

###     খুলনা সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী  এস.এম.শফিকুর রহমান মুশফিক খুলনা নগরবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে বোট দেয়ার আহবান জানিয়েছেন। শনিবার বিকেলে তিনি নগরীর বয়রা, মুজগুন্নী,  রায়েরমহল, ছোট বয়রা, হামিদনগরসহ ১৪,০৯,১৬নং ওয়ার্ডে গনসংযোগ, প্রচার-প্রচারনা ও পথ সভায় বক্তৃতাকালে এ আহবান জানান। তিনি এ সময় আরও বলেন, আসুন আমরা সাবই মিলে খুলনাকে বাঁচাই। যার মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য সুবসতি গড়ে উঠবে। নগরীর ভোটারদের কাছে আমার প্রার্থনা আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী কেন্দ্রে যাবেন। মনে চাইলে আমাকে ভোট দেবেন। না চাইলে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। তব্ওু আপনারা ভোট কেন্দ্রে আসুন ও নির্বাচনকে সফল করে তুলবেন। কারণ আপনারাই হলেন এই দেশ ও জাতির স্বপ্নের সারথী। দয়া করে এই রাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া ও এর স্বপ্নকে ব্যর্থতায় পরিগণিত হতে দেবেন না। ভোটকেন্দ্রে আপনাদের সাহসী উপস্থিতি রচিত হতে পারে নতুন ইতিহাস। যে ইতিহাসের স্বাক্ষী হতে প্রস্তুত নগরীর অর্ধলক্ষাধিক নতুন ভোটার। তারা ভোটার হলেও গত একযুগেরও বেশি সময় বিভিন্ন কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাদেরকে নিরাশ করবেন না। এজন্য নবীণ-প্রবীণ সকলকে একই মোহনায় এসে টেবিল ঘড়ি প্রতীকে বোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। তিনি বলেন, টেবিল ঘড়ি প্রতীক শুধুমাত্র ব্যক্তি মুশফিকের নয়-এটি খুলনা নগরবাসীর প্রতিবাদের প্রতীক। আগামী ১২জুন খুলনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কম্পিত বুকে নয়-দীপ্ত পদভারে এগিয়ে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে বিজয়ের কেতন উড়াতে সবার সহযোগীতা ও সর্থন চান তিনি। এ গনসংযোগকালে মেয়র প্রার্থী মুশফিকের সমর্থক ও শুভন্যুধীরা উপস্থিত ছিলেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

কেসিসি নির্বাচন :

আমাকে ভোট না দিলেও যাকে খুশী দিন তবুও ভোট কেন্দ্রে আসুন: মেয়র প্রার্থী  মুশফিক

প্রকাশিত সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

###     খুলনা সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী  এস.এম.শফিকুর রহমান মুশফিক খুলনা নগরবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে বোট দেয়ার আহবান জানিয়েছেন। শনিবার বিকেলে তিনি নগরীর বয়রা, মুজগুন্নী,  রায়েরমহল, ছোট বয়রা, হামিদনগরসহ ১৪,০৯,১৬নং ওয়ার্ডে গনসংযোগ, প্রচার-প্রচারনা ও পথ সভায় বক্তৃতাকালে এ আহবান জানান। তিনি এ সময় আরও বলেন, আসুন আমরা সাবই মিলে খুলনাকে বাঁচাই। যার মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য সুবসতি গড়ে উঠবে। নগরীর ভোটারদের কাছে আমার প্রার্থনা আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী কেন্দ্রে যাবেন। মনে চাইলে আমাকে ভোট দেবেন। না চাইলে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। তব্ওু আপনারা ভোট কেন্দ্রে আসুন ও নির্বাচনকে সফল করে তুলবেন। কারণ আপনারাই হলেন এই দেশ ও জাতির স্বপ্নের সারথী। দয়া করে এই রাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া ও এর স্বপ্নকে ব্যর্থতায় পরিগণিত হতে দেবেন না। ভোটকেন্দ্রে আপনাদের সাহসী উপস্থিতি রচিত হতে পারে নতুন ইতিহাস। যে ইতিহাসের স্বাক্ষী হতে প্রস্তুত নগরীর অর্ধলক্ষাধিক নতুন ভোটার। তারা ভোটার হলেও গত একযুগেরও বেশি সময় বিভিন্ন কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাদেরকে নিরাশ করবেন না। এজন্য নবীণ-প্রবীণ সকলকে একই মোহনায় এসে টেবিল ঘড়ি প্রতীকে বোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। তিনি বলেন, টেবিল ঘড়ি প্রতীক শুধুমাত্র ব্যক্তি মুশফিকের নয়-এটি খুলনা নগরবাসীর প্রতিবাদের প্রতীক। আগামী ১২জুন খুলনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কম্পিত বুকে নয়-দীপ্ত পদভারে এগিয়ে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে বিজয়ের কেতন উড়াতে সবার সহযোগীতা ও সর্থন চান তিনি। এ গনসংযোগকালে মেয়র প্রার্থী মুশফিকের সমর্থক ও শুভন্যুধীরা উপস্থিত ছিলেন। ##