০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আরো অস্ত্র ও যুদ্ধবিমানের জন্যে ইউরোপীয় ইউনিয়নের নিকট আহবান জেলেনস্কির

  • নিউজ ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৮:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৯ পড়েছেন

###    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যত দ্রুত সম্ভব আরো অস্ত্র ও যুদ্ধবিমানের জন্যে মিত্র দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। ইউক্রেনে রুশ হামলার পর বুধবার এই প্রথম ব্রিটেন ও ফ্রান্স সফরে গিয়ে এ অনুরোধ জানান তিনি। লন্ডনে খুব ব্যস্ততম সময় কাটান জেলেনস্কি। তিনি রাজা চার্লসের সাথে সাক্ষাত করেন এবং পার্লামেন্টে ভাষণ দেন। ফ্রান্সে তাকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুলেয়ল ম্যাঁক্রোর সাথে নৈশভোজে যোগ দেন। এতে অংশ নিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। জেলেনস্কি আরো অস্ত্র বিশেষকরে যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এসব দ্রুত সরবরাহের আহবান জানিয়েছেন।

প্যারিসে তিনি বলেছেন, ‘ইউক্রেন যতো তাড়াতাড়ি ভারী অস্ত্র ও বিমান পাবে রুশ আগ্রাসন ততো তাড়াতাড়ি শেষ হবে।আমরা ইউরোপে শান্তি ফিরিয়ে আনতে পারবো।’ তিনি সতর্ক করে বলেন, ‘সময় খুব কম।’ এ প্রেক্ষিতে ম্যাক্রোঁ রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জয়ের জন্যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে বিজয়ী করতে এবং সে দেশের বৈধ অধিকার পুন:প্রতিষ্ঠায় ফ্রান্স সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ। শলৎস বলেছেন, ‘জার্মানী ও তার মিত্ররা আর্থিকভাবে, মানবিক সহায়তা ও অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে। যতোদিন প্রয়োজন তা অব্যাহত থাকবে।’ব্রিটেন ইউক্রেনীয় যোদ্ধাদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বিদেশ সফরে জেলেনস্কি ব্রিটেনে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় থেকে বলা হয়েছে, কি ধরনের যুদ্ধবিমান ইউক্রেনকে দেয়া যায় তা খতিয়ে দেখতে তিনি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। প্যারিসে ঝটিকা সফর শেষে বৃহস্পতিবার জেলেনস্কি ব্রাসেলসে ইইউ নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

আরো অস্ত্র ও যুদ্ধবিমানের জন্যে ইউরোপীয় ইউনিয়নের নিকট আহবান জেলেনস্কির

প্রকাশিত সময় : ০৮:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

###    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যত দ্রুত সম্ভব আরো অস্ত্র ও যুদ্ধবিমানের জন্যে মিত্র দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। ইউক্রেনে রুশ হামলার পর বুধবার এই প্রথম ব্রিটেন ও ফ্রান্স সফরে গিয়ে এ অনুরোধ জানান তিনি। লন্ডনে খুব ব্যস্ততম সময় কাটান জেলেনস্কি। তিনি রাজা চার্লসের সাথে সাক্ষাত করেন এবং পার্লামেন্টে ভাষণ দেন। ফ্রান্সে তাকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুলেয়ল ম্যাঁক্রোর সাথে নৈশভোজে যোগ দেন। এতে অংশ নিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। জেলেনস্কি আরো অস্ত্র বিশেষকরে যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এসব দ্রুত সরবরাহের আহবান জানিয়েছেন।

প্যারিসে তিনি বলেছেন, ‘ইউক্রেন যতো তাড়াতাড়ি ভারী অস্ত্র ও বিমান পাবে রুশ আগ্রাসন ততো তাড়াতাড়ি শেষ হবে।আমরা ইউরোপে শান্তি ফিরিয়ে আনতে পারবো।’ তিনি সতর্ক করে বলেন, ‘সময় খুব কম।’ এ প্রেক্ষিতে ম্যাক্রোঁ রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জয়ের জন্যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে বিজয়ী করতে এবং সে দেশের বৈধ অধিকার পুন:প্রতিষ্ঠায় ফ্রান্স সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ। শলৎস বলেছেন, ‘জার্মানী ও তার মিত্ররা আর্থিকভাবে, মানবিক সহায়তা ও অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে। যতোদিন প্রয়োজন তা অব্যাহত থাকবে।’ব্রিটেন ইউক্রেনীয় যোদ্ধাদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বিদেশ সফরে জেলেনস্কি ব্রিটেনে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় থেকে বলা হয়েছে, কি ধরনের যুদ্ধবিমান ইউক্রেনকে দেয়া যায় তা খতিয়ে দেখতে তিনি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। প্যারিসে ঝটিকা সফর শেষে বৃহস্পতিবার জেলেনস্কি ব্রাসেলসে ইইউ নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন।##