০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে : প্রধানমন্ত্রী

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ১০:২১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ৭৩ পড়েছেন

আওয়ামী লীগ সবসময় দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস হলো আওয়ামী লীগ সবসময়ই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। দ্বিতীয় দফায় যখন সরকারে আসি, তখন থেকে এ পর্যন্ত আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। জনগণের সেবায় আত্মনিয়োগ করেছি।

এসময় দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি বলেন, সমগ্র বাংলাদেশ সফর করেছি। দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নতি। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ অব্যাহত রাখব এবং বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেজন্য নিরলস পরিশ্রম করে যাব। এটাই আমাদের অঙ্গীকার।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ-সমাবেশ

আ.লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:২১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

আওয়ামী লীগ সবসময় দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস হলো আওয়ামী লীগ সবসময়ই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। দ্বিতীয় দফায় যখন সরকারে আসি, তখন থেকে এ পর্যন্ত আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। জনগণের সেবায় আত্মনিয়োগ করেছি।

এসময় দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি বলেন, সমগ্র বাংলাদেশ সফর করেছি। দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নতি। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ অব্যাহত রাখব এবং বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেজন্য নিরলস পরিশ্রম করে যাব। এটাই আমাদের অঙ্গীকার।