
### এবার দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে দেশের ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছেন ২৯ বছর বয়সী এ বাংলাদেশী অ্যাথলেটিক্স। ইমরানুর এখন স্বপ্ন দেখছে এশিয়ান গেমসে সোনা জয়ের। তার স্বপ্নের পরিধি এখন আরও বড়। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ান গেমসেও এই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান বাংলাদেশের দ্রুততম মানব। কাজাখস্তানের আস্তানায় শনিবার ৬০ মিটার স্প্রিন্টে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইমরানুর। দ্বিতীয় হওয়া হংকংয়ের শাক কাম চিং সময় নেন ৬ দশমিক ৬৫ সেকেন্ড। সেমি-ফাইনালে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে নিজের সেরা টাইমিং গড়েন ইমরানুর। ফাইনালে তা ছাড়িয়ে যান ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট।দ্রুততম মানব ইমরানুর জানিয়েছেন, সাফল্যের এই ধারা তিনি অব্যাহত রাখতে চান ভবিষ্যতেও।“এই গেমসে বাংলাদেশের জন্য ঐতিহাসিক সোনা জয়ের অনুভূতিটা অসাধারণ। নিজেকে ধন্য মনে করে এ সাফল্যের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া জানান তিনি।” তিনি বলেন, “ভবিষ্যতে দক্ষিণ এশিয়ান গেমসে একই চেষ্টা করব এবং অন্যান্য বড় টুর্নামেন্টেও ভালো করার চেষ্টা করব।”##