
### খুলনার কয়রায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরনে কণ্ঠস্বর বৃদ্ধি ও ক্ষমতায়ন প্রকল্পের পরিচিতি সভা ও বাস্তবায়নের রুপরেখা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হযয়েছে। সোমবার সকালে সদর ইউনিয়নের হল রুমে ড্রপ-এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। ড্রপ-এর আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড মেম্বর এস এম লুৎফর রহমান, প্রকল্পের সমন্বয়কারী মোছাম্মৎ মাহবুবা আক্তার প্রমুখ। এ সময় ইউনিয়ন পরিষদের মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার এবং অন্যান্য গন্যমানয় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম বলেন, খুলনার সর্বদক্ষিনে উপজেলা হলো কয়রা এটি সুন্দরবন উপকূলে অবস্থিত নদীবেষ্টিত হওয়ায় প্রায় ঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙ্গন লেগে থাকে যা মূলত জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে হবে এবং নারীর ক্ষমতায়নে কাজ করতে হবে।
প্রকল্পের কর্মকর্তারা জানান, প্রকল্পটি ২০২৫সালের মার্চ মাস পর্যন্ত চলবে।এ সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকা বাগেরহাট ও খুলনা জেলার মোরেলগঞ্জ,পাইকগাছা ও কয়রার ১৪টি ইউনিয়নের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। যাতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণ কণ্ঠস্বর বৃদ্ধি ও ক্ষমতায়ন প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হয়। ##