
### কয়রায় হরিণ ধরার ফাঁদসহ ১টি নৌকা আটক করেছে বনবিভাগ। বুধবার খাশিটানা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বনটহল ফাঁড়ীর শোলকমনির খাল এলাকায় অভিযান চালিয়ে এ সকল হরিণ ধরার ফাঁদ সহ ১টি নৌকা আটক করা হয়। এ সময় বন বিভগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা সুন্দরবন অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।