০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনার কাছে হেরে গেলেন মুখ এম এ গনি

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ২৫৪ পড়েছেন

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রিয় মুখ এম এ গণি। লন্ডনের চেলসি এন্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি …রাজিউন।
গণি সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদকও। বীর চট্টলারএ কৃতি সন্তান যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির প্রিয় মুখ ছিলেন।
মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে এম এ গণির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তাঁর মৃত্যুতে প্রবাসী বাঙালি ও আওয়ামী পরিবারের অপুরনীয় ক্ষতি হলো উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনৈতিক সুলতান মাহমুদ শরিফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, পঁচাত্তর পরিবর্তি সময়ে জিয়াউর রহমানের দমন পীড়ন এবং এরশাদের স্বৈরশাসন তথা
খালেদা নিজামী জোট সরকারের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন একজন অকুতোভয় গণতান্ত্রিক নেতা। ১/১১ এর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি ছিলেন অত্যন্ত কাছের আপনজন।
এদিকে, মরহুম এম এ গনির জানাজা আগামী ১২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টায় লন্ডনের কেন্টের সিডকাপ মুসলিম কবরস্থানে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে লন্ডনের এই কবরস্থানেই লাশ দাফন করা হবে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

করোনার কাছে হেরে গেলেন মুখ এম এ গনি

প্রকাশিত সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রিয় মুখ এম এ গণি। লন্ডনের চেলসি এন্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি …রাজিউন।
গণি সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদকও। বীর চট্টলারএ কৃতি সন্তান যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির প্রিয় মুখ ছিলেন।
মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে এম এ গণির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তাঁর মৃত্যুতে প্রবাসী বাঙালি ও আওয়ামী পরিবারের অপুরনীয় ক্ষতি হলো উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনৈতিক সুলতান মাহমুদ শরিফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, পঁচাত্তর পরিবর্তি সময়ে জিয়াউর রহমানের দমন পীড়ন এবং এরশাদের স্বৈরশাসন তথা
খালেদা নিজামী জোট সরকারের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন একজন অকুতোভয় গণতান্ত্রিক নেতা। ১/১১ এর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি ছিলেন অত্যন্ত কাছের আপনজন।
এদিকে, মরহুম এম এ গনির জানাজা আগামী ১২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টায় লন্ডনের কেন্টের সিডকাপ মুসলিম কবরস্থানে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে লন্ডনের এই কবরস্থানেই লাশ দাফন করা হবে।