
### কুষ্টিয়ার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দৌলতপুরের আলহাজ্ব মোঃ হুমায়ুন করিব ১২৯ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি আবুল কাদের তালা মার্ক প্রতিক ৩৭ ভোট পেয়েছেন। অসাদুজ্জামান লোটন চৌধুরী ঘুড়িমার্ক প্রতিকে ১৮ ভোট পেছেন। দৌলতপুর মানিক দিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। বিকেল ফলাফল ঘোষনার পরে উপঝেলা বাজারের তালা মার্ক প্রতিকের সমর্থকেরা ১ ইউপি সদস্যকে বেধড়ক মারপিট করেছে। উত্তেজনার একপর্যায়ে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রনে আসে। ##