
কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজা এবং ৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো-মোঃ বাদশা শেখ(৩৬), মোঃ টুটুল মোল্ল্যা(৪০), আরিফুল ইসলাম ব্যাপারী ওরফে ব্লেড বাবু(৩৫), মোঃ আল মুরাদ(২০), মোঃ তাহসিন(১৯) ও শেখ হুমায়ুন কবির হিমু(৫৩)। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা এবং ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়ে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে।