
## খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে ১৯ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের ইনস্টিটিউট অব ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইইএন্ডইএস)-এর প্রতিনিধি দল। সৌজন্য সাক্ষাতকালে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ আইইএন্ডইএস ও বেডস্-এর যৌথ উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগামী ১৯-২০ অক্টোবর দু’দিনব্যাপী ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স-এর ওপর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের অগ্রগতি অবহিত করেন। একই সাথে উপাচার্যকে প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইএন্ডইএস’র সেক্রেটারি ড. দেবব্রত মুখার্জি, কোষাধ্যক্ষ মিসেস শ্রেয়সী রায় ও বেডস্’র প্রধান নির্বাহী মাকসুদুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও সম্মেলন আয়োজক কমিটির ফোকালপয়েন্ট প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ##