
### খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে গ্রীন সিটিস ইনিশিয়েটিভ(জিসিআই)-এর আওতায় বিল্ডিং ব্যাক বেটার ফর কাইমেট এন্ড রিজিলিয়েন্ট সাসটেইনেবল ইন খুলনা সিটি কর্পোরেশন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে জাতিসংঘের এফএও প্রতিনিধি দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সিটি মেয়র বলেন, খুলনাকে গ্রীন, ক্লীন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সরকারও এ কাজে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। সরকারের পাশাপাশি বিদেশী সংস্থাসমূহ এগিয়ে আসলে আমাদের জন্য এ কাজ বাস্তবায়ন করা আরো সহজ হবে। এফএও প্রতিনধি দলকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় খুলনা মহানগরীতেও ব্যাপক উন্নয় কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ অঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রাকৃতিক ভারসম্য রক্ষায় সবুজায়নের কোন বিকল্প নেই। সেই বিবেচনায় গৃহীত এ প্রকল্পের গুরুত্ব রয়েছে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
এফএও’র বাংলাদেশস্থ রিপ্রেজেনটেটিভ রবার্ট ডগলাস শিম্পসন, এ্যাসিসট্যান্ট রিপ্রেজেনটেটিভ নূর আহমেদ খন্দকার, সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার মুসহাব নরম্যান ও জেভিয়ার বুআন, ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জয়নাল আবেদীন, কেসিসি’র কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
পাইলট হিসেবে গৃহীত এ প্রকল্পের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার(এফএও) প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের এ সভা অনুষ্ঠিত হয়। এফএও’র আর্থিক সহযোগিতায় খুলনা ও রাজশাহী মহানগরী এবং ঝিনাইদহ শহরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের আওতায় এলাকার পরিবেশ উন্নয়নে সবুজায়ন অর্থাৎ, বাড়ির আঙ্গিনা, দেয়াল, ছাদ ও বারান্দায় শবজি চাষ, ছোট ছোট পার্ক নির্মাণ, পাবলিক স্পেস পুনোরুদ্ধার, সর্বোপরি শহুরে বনায়ন তৈরীতে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ ও এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ দেয়া হবে বলে সভায় উল্লেখ করা হয়। ##