০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় তীব্র দাবাদহে পশু-পাখীদের জল ও খাবারের ব্যবস্থা করার জন্য আহ্বান

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৯:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • ৮৪ পড়েছেন

###    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে গ্রীষ্মের তীব্র দাবাদহে মানুষের পাশাপাশি পশু-পাখীদের খাবার ও তৃষ্ণা নিবারণের জন্য প্রচার অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার ঐতিহাসিক জোড়া শিব মন্দিরের নেতৃবৃন্দ ও পুরোহিতের নিকট জল ও খাবারের পট ও গামলা বিতরণসহ করেন কেন্দ্রীয় পূজা পরিষদের সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। এ সময় তিনি বলেন, মানুষের পাশাপাশি পরিবেশে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে বর্তমান প্রচ- দাবাদহে পশু-পাখীদের প্রতি যতœশীল হওয়া প্রয়োজন। তীব্র খরতাপে এখন নদী, নালা, খাল, বিল, পুকুর ডোবায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচ- খরার কারণে প্রাণিকূলের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে। এমতাবস্থায় প্রাণিকূলের জন্য মানবিক কারণে জল ও খাবারের ব্যবস্থা করা অত্যন্ত জরুরী। তাই মহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দ মহানগর ও জেলার সকল মন্দির অভ্যন্তরে এবং পশু-পাখির বিচরণ স্থানে এবং প্রতিটি বাড়ির ছাদে, বারান্দা, আঙ্গিকায় খাবার ও জলের ব্যবস্থার করার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, নেতৃবৃন্দ বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনসহ সকল শ্রেণিপেশার মানুষের নিকটও পশু-পাখীদের প্রতি যতœশীল হওয়ার উদাত্ত আহ্বান জানান। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সম্পাদকম-লীর সদস্য বাবলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, জোড়া শিব মন্দির কমিটির সহ-সভাপতি ও মহানগর পূজা পরিষদের সম্পাদকম-লীর সদস্য গৌরাঙ্গ সাহা, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, মন্দিরের প্রধান পুরোহিত ভোলানাথ কাঞ্জিলাল, পূজা পরিষদ সম্পাদকম-লীর সদস্য অলোক দে, রবীন দাস, শুভ দে প্রমুখ। উদ্বোধন শেষে মন্দির অভ্যন্তরে বিভিন্ন গাছে জলের পট ঝুলিয়ে দেয়া হয় এবং মন্দিরের বিভিন্ন স্থানে জল ও খাবারের গামলা স্থাপন করা হয়। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

খুলনায় তীব্র দাবাদহে পশু-পাখীদের জল ও খাবারের ব্যবস্থা করার জন্য আহ্বান

প্রকাশিত সময় : ০৯:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

###    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে গ্রীষ্মের তীব্র দাবাদহে মানুষের পাশাপাশি পশু-পাখীদের খাবার ও তৃষ্ণা নিবারণের জন্য প্রচার অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার ঐতিহাসিক জোড়া শিব মন্দিরের নেতৃবৃন্দ ও পুরোহিতের নিকট জল ও খাবারের পট ও গামলা বিতরণসহ করেন কেন্দ্রীয় পূজা পরিষদের সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। এ সময় তিনি বলেন, মানুষের পাশাপাশি পরিবেশে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে বর্তমান প্রচ- দাবাদহে পশু-পাখীদের প্রতি যতœশীল হওয়া প্রয়োজন। তীব্র খরতাপে এখন নদী, নালা, খাল, বিল, পুকুর ডোবায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচ- খরার কারণে প্রাণিকূলের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে। এমতাবস্থায় প্রাণিকূলের জন্য মানবিক কারণে জল ও খাবারের ব্যবস্থা করা অত্যন্ত জরুরী। তাই মহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দ মহানগর ও জেলার সকল মন্দির অভ্যন্তরে এবং পশু-পাখির বিচরণ স্থানে এবং প্রতিটি বাড়ির ছাদে, বারান্দা, আঙ্গিকায় খাবার ও জলের ব্যবস্থার করার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, নেতৃবৃন্দ বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনসহ সকল শ্রেণিপেশার মানুষের নিকটও পশু-পাখীদের প্রতি যতœশীল হওয়ার উদাত্ত আহ্বান জানান। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সম্পাদকম-লীর সদস্য বাবলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, জোড়া শিব মন্দির কমিটির সহ-সভাপতি ও মহানগর পূজা পরিষদের সম্পাদকম-লীর সদস্য গৌরাঙ্গ সাহা, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, মন্দিরের প্রধান পুরোহিত ভোলানাথ কাঞ্জিলাল, পূজা পরিষদ সম্পাদকম-লীর সদস্য অলোক দে, রবীন দাস, শুভ দে প্রমুখ। উদ্বোধন শেষে মন্দির অভ্যন্তরে বিভিন্ন গাছে জলের পট ঝুলিয়ে দেয়া হয় এবং মন্দিরের বিভিন্ন স্থানে জল ও খাবারের গামলা স্থাপন করা হয়। ##