০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় প্রাথমিকের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

###    খুলনা জেলা পর্যায়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব রবিবার সকালে নগরীর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ পাঠ্যপুস্তক বিতরন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তৃতা বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিনে বই উৎসব হলো শিক্ষার্থীদের জন্য এক অনন্য আয়োজন। নতুন বছরের শুরুতে নতুন শ্রেণির নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। বর্তমানে উৎসবটি কেবল শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ নয়। বরং এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে সরকারের উদ্যোগটি নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে একটি বড় অর্জন। এ ব্যবস্থা যখন ছিলো না তখন বাজারে নতুন বই আসতে অনেক সময় মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। যার ফলে শিক্ষাক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি হতো। বিনামূল্যের বই বিশেষ করে দরিদ্র অভিভাবকদের জন্য স্বস্তি এনে দিয়েছে। এরফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে ও শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে। সরকারের এসকল উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার ভিত্তি শক্ত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার দ্বিপল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মু. ফজলে রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল গনি ও মো: জামাল উদ্দিন, সদর থানা শিক্ষা অফিসার শেখ মো: নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কো-চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, এলিজা পারভীন ও প্রশান্ত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এবছর সারাদেশে চার কোটি সাড়ে ২৭ লাখ শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ৩৫ কোটি নতুন বই বিতরণ হবে বলে জানানো হয়। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

খুলনায় প্রাথমিকের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

###    খুলনা জেলা পর্যায়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব রবিবার সকালে নগরীর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ পাঠ্যপুস্তক বিতরন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তৃতা বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিনে বই উৎসব হলো শিক্ষার্থীদের জন্য এক অনন্য আয়োজন। নতুন বছরের শুরুতে নতুন শ্রেণির নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। বর্তমানে উৎসবটি কেবল শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ নয়। বরং এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে সরকারের উদ্যোগটি নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে একটি বড় অর্জন। এ ব্যবস্থা যখন ছিলো না তখন বাজারে নতুন বই আসতে অনেক সময় মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। যার ফলে শিক্ষাক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি হতো। বিনামূল্যের বই বিশেষ করে দরিদ্র অভিভাবকদের জন্য স্বস্তি এনে দিয়েছে। এরফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে ও শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে। সরকারের এসকল উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার ভিত্তি শক্ত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার দ্বিপল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মু. ফজলে রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল গনি ও মো: জামাল উদ্দিন, সদর থানা শিক্ষা অফিসার শেখ মো: নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কো-চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, এলিজা পারভীন ও প্রশান্ত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এবছর সারাদেশে চার কোটি সাড়ে ২৭ লাখ শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ৩৫ কোটি নতুন বই বিতরণ হবে বলে জানানো হয়। ##