
####
খুলনায় বিএনপির একদফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। শুক্রবার(২১জুলাই) দুপুরে নগরীর ঢাউন মসজিদের সামনে, কেসিসি মার্কেট, সার্কিট হাউজ ও কয়লাঘাট এলাকায় লিফলেট বিতরণ করে মহানগর বিএনপি।এছাড়া একই সাথে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিনের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, কেএম আশরাফুল আলম খান নান্নু, আব্দুল বারিক পান্না, ওহিদুজ্জামান হাওলাদার, আসাদুজ্জামান, মোহাম্মদ টুটুল, পলাশ, রকিবুল ইসলাম প্রমূখ।
এদিকে, সদর থানার আহবায়ক কেএম হুমায়ুন কবীর ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদের নেতৃত্বে বাবুস্ সালাম ও বাইতুল মা’মুর এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোনাডাঙ্গা থানার আহবায়ক হাফিজুর রহমান মনি ও সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগের নেতৃত্বে নিউ মাকের্ট ও সিদ্দিকিয়া লেন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।এ সময় আসাদুজ্জামান আসাদ, মুসা হোসেন খান, জাকির ইকবাল বাপ্পিসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খালিশপুর থানা বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে বিাআইডিএস রোড, চিত্রালী, বঙ্গবাসী এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম জিয়া, জহর মীর, এড. মোহাম্মাদ আলী বাবু, হায়দার তরফদার, কাজী শামীম, গোলাম মোস্তফা ভুট্টো, শেখ হালিমসহ অনেকে। দৌলতপুর থানা বিএনপির আহবায়ক আবু মো. মুর্শিদ কামাল ও সদস্য সচিব শেখ ইমাম হোসেনের নেতৃত্বে দৌলতপুর কাচা বাজার, রেল ষ্টেশন বাজার ও মানিকতলা এলাকায় লিফলেট বিতরণ করা হয়। খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান ও সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাসের নেতৃত্বে ফুলবাড়ী গেট বাজার ও শিরোমনি বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এমদাদুল ইসলাম, এনামুল হাসান ডায়মন্ড, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, কামরুল ইসলাম, আল-আমিন হাওলাদার, জুয়েল হাওলাদার, মাসুম বিল্লাহ, মামুন শেখ, জসিম হাওলাদার, কামাল ভুইয়া, মনির হাওলাদার, মিকাইল প্রমুখ।আড়ংঘাটা থানা বিএনপির আহবায়ক মতলুবুর রহমান মিতুলের নেতৃত্বে কাচা বাজার, মোস্তফার মোড় এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় রাজাউর রহমান প্রিন্স, ইকবাল মোড়ল, আকসির হোসেন সাজু, সাফায়েত শেখসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ডেও লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।
এ সময় বি্এনপি নেতৃবৃন্দ বলেন,আওয়ামী কুশাসনে দেশ আজ বিপর্যস্ত। দেশের মানুষ ভোটের অধিকার, কথা বলার ও মত প্রকাশের অধিকার হারিয়েছে। চাল, ডাল, চিনি, কাঁচামরিচ, সার, বিদ্যুৎ-জ্বালানি তেলসহ সব নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মানুষের এখন বেঁচে থাকা দায়। সর্বগ্রাসী দুর্নীতি আর ভয়াল জংলী রাজত্বের কবল থেকে দেশ ও মানুষকে বাঁচাতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে।বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে একদফার আন্দোলন সফল করতে হবে। নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার মদদে সংঘটিত দেশব্যাপী খুন, জখম ও সন্ত্রাসের অবসান ঘটানো এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে একদফা দাবিতে চলমান আন্দোলন যেকোন মূল্যে সফল করার আহবান জানান নেতৃবৃন্দ। ##