
### গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি খুলনা মহানগর বিএনপির পদযাত্রা কর্মসুচি পালিত হবে। খুলনা মহানগরীর পদযাত্রা কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে পিকচার প্যালেস মোড়, ফেরিঘাট, শিববাড়ি হয়ে কেডিএ এভিনিউ সড়ক দিয়ে রয়্যাল চত্ত্বরে গিয়ে পদসভার মধ্য দিয়ে শেষ হবে। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন শতভাগ শান্তিপুর্ণ পদযাত্রা কর্মসুচি সফল করতে খুলনাবাসি, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।#