০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৭:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • ৬৪ পড়েছেন

###     ‘সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম মুরাদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল কবীর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
অতিথিরা বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। জনগণের এই চাহিদা পূরণ করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের ওতপ্রোতভাবে কাজ করে যেতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশের স্বাস্থ্যসেবা খাতে অভূর্তপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে। মা ও শিশুদের টিকা প্রদানের ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাঁরা আরও বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সারাদেশে ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিনিউটি ক্লিনিক স্থাপন করেছে। এই ক্লিনিক থেকে বিনামূল্যে ২৭ রকম ঔষধ প্রদান করা হচ্ছে।
এর আগে সকালে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল হেলথ ক্লিনিকে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

ডুমুরিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৭:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

###     ‘সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম মুরাদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল কবীর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
অতিথিরা বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। জনগণের এই চাহিদা পূরণ করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের ওতপ্রোতভাবে কাজ করে যেতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশের স্বাস্থ্যসেবা খাতে অভূর্তপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে। মা ও শিশুদের টিকা প্রদানের ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাঁরা আরও বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সারাদেশে ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিনিউটি ক্লিনিক স্থাপন করেছে। এই ক্লিনিক থেকে বিনামূল্যে ২৭ রকম ঔষধ প্রদান করা হচ্ছে।
এর আগে সকালে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল হেলথ ক্লিনিকে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।##