০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় মাহিন্দ্রা চালক রিপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫২ পড়েছেন

###    খুলনায় আলোচিত মাহিন্দ্রা চালক রিপনকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাসুদ রানা মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব-৬ খুলনা এবং  র‌্যাব-৪ ঢাকার যৌথ অভিযানে ঢাকা মহানগরীর রুপনগর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, সাতক্ষীরার মাহিন্দ্রাচালক ওহিদুর রহমান রিপন গত ২০১৬ সালের ১১ জানুয়ারি প্রতিদিনের ন্যায় গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাড়ি ফেরেনি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২০১৬ সালের ১১ জানুয়ারি বিকেলে সাতক্ষীরা হতে খুলনা আসার জন্য রিপনের মাহিন্দ্রা গাড়িটি ভাড়া করে মোঃ মাসুদ রানা মোল্লাসহ ৪ জন পেশাদার ছিনতাইকারী চক্র। ওই দিন সন্ধ্যায় সাতক্ষীরার তালা থানা এলাকার একটি ফাকা জায়গায় আসার পরে চলন্ত গাড়ির চালকের পিছনের সিটে বসা আসামীরা রশি দিয়ে চালক রিপনের গলা পেচিয়ে ধরে। এ সময় চিৎকার দিলে আসামীরা চাকু দিয়ে তার কাধে, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। পরবর্তীতে আসামীরা খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকার একটি নির্জন স্থানে রাস্তার পার্শ্বে ভিকটিমের লাশ ফেলে দিয়ে মাহিন্দ্রা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ১২ জানুয়ারি খুলনা মহানগরীর লবনচরা থানা পুলিশের মাধ্যমে তার পরিবার রিপনের লাশের সন্ধান পায়। এ বিষয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে খুলনার লবনচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ মাসুদ রানা মোল্লাকে মৃত্যুদন্ড প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাসুদ রানা মোল্লার অবস্থান নিশ্চিত হয়ে ১৬ ফেব্রুয়ারি র‌্যাব-৬ স্পেশাল কোম্পানি খুলনা এবং  র‌্যাব-৪ ঢাকার যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর রুপনগর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে খুলনার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

ডুমুরিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

খুলনায় মাহিন্দ্রা চালক রিপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত সময় : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

###    খুলনায় আলোচিত মাহিন্দ্রা চালক রিপনকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাসুদ রানা মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব-৬ খুলনা এবং  র‌্যাব-৪ ঢাকার যৌথ অভিযানে ঢাকা মহানগরীর রুপনগর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, সাতক্ষীরার মাহিন্দ্রাচালক ওহিদুর রহমান রিপন গত ২০১৬ সালের ১১ জানুয়ারি প্রতিদিনের ন্যায় গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাড়ি ফেরেনি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২০১৬ সালের ১১ জানুয়ারি বিকেলে সাতক্ষীরা হতে খুলনা আসার জন্য রিপনের মাহিন্দ্রা গাড়িটি ভাড়া করে মোঃ মাসুদ রানা মোল্লাসহ ৪ জন পেশাদার ছিনতাইকারী চক্র। ওই দিন সন্ধ্যায় সাতক্ষীরার তালা থানা এলাকার একটি ফাকা জায়গায় আসার পরে চলন্ত গাড়ির চালকের পিছনের সিটে বসা আসামীরা রশি দিয়ে চালক রিপনের গলা পেচিয়ে ধরে। এ সময় চিৎকার দিলে আসামীরা চাকু দিয়ে তার কাধে, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। পরবর্তীতে আসামীরা খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকার একটি নির্জন স্থানে রাস্তার পার্শ্বে ভিকটিমের লাশ ফেলে দিয়ে মাহিন্দ্রা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ১২ জানুয়ারি খুলনা মহানগরীর লবনচরা থানা পুলিশের মাধ্যমে তার পরিবার রিপনের লাশের সন্ধান পায়। এ বিষয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে খুলনার লবনচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ মাসুদ রানা মোল্লাকে মৃত্যুদন্ড প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাসুদ রানা মোল্লার অবস্থান নিশ্চিত হয়ে ১৬ ফেব্রুয়ারি র‌্যাব-৬ স্পেশাল কোম্পানি খুলনা এবং  র‌্যাব-৪ ঢাকার যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর রুপনগর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে খুলনার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। ##