১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

খুলনায় ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

###    খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার নগর ভবনের জিআইজেড মিলনায়তনে মহানগরীতে ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ আয়োজনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় তিনি বলেন, দেশের খেলাধুলার উন্নয়ন, শিশু সুরা ও অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোর এবং গ্রামীণ জনগোষ্ঠীকে খেলাধুলায় সম্পৃক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পারিক সহযোগিতায় এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া ক্ষেত্রে দেশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকখানি এগিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে নারী ফুটবলারদের কৃতিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পৃষ্টপোষকতায় ক্রিকেটেও খেলোয়াড়রা দেশের জন্য অনেক সুনাম কুড়িয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত খেলাধুলার উন্নয়নে বাস্তবভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সরকার। ক্রীড়ার উন্নয়নে সরকারের এ পৃষ্টপোষকতা দেশকে আরো এগিয়ে নিবে বলে তিনি মন্তব্য করেন। সভায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের ৫টি ভেন্যু নির্বাচন করা হয়। ২০ ফেব্রুয়ারি সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। ২০ ফেব্রুয়ারি সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল মাঠে ব্যাডমিন্টন ও বিকেলে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল, ২২ ফেব্রুয়ারি সকালে ফুলবাড়িগেট খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি ও বিকেলে দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল এবং ২৪ ফেব্রুয়ারি সকালে খুলনা জিলা স্কুল মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সিটি মেয়র ও স্থানীয় সংসদ সদস্যকে উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-কে সভাপতি ও জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজীকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতা সংক্রান্ত সকল কার্যক্রম পরিবীক্ষণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সভাপতি করে জাতীয় কমিটি এবং অতিরিক্ত সচিব-যুগ্মসচিবকে(ক্রীড়া-১) সভাপতি করে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কেসিসির কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, কাজী আবুল কালাম আজাদ বিকু, প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, কেএমপির অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) বিমল কৃষ্ণ মল্লিক, জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী, সদর থানা শিক্ষা অফিসার শেখ মোঃ নূরুল ইসলাম, ইউনিসেফ-এর প্রজেক্ট অফিসার ডালিয়া আক্তার, হাজেরা খাতুন প্রমূখ সভায় উপস্থিত ছিলেন।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

আগামী জানুয়ারি থেকে মোংলা-যশোর রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

খুলনায় ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত সময় : ০৮:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

###    খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার নগর ভবনের জিআইজেড মিলনায়তনে মহানগরীতে ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ আয়োজনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় তিনি বলেন, দেশের খেলাধুলার উন্নয়ন, শিশু সুরা ও অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোর এবং গ্রামীণ জনগোষ্ঠীকে খেলাধুলায় সম্পৃক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পারিক সহযোগিতায় এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া ক্ষেত্রে দেশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকখানি এগিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে নারী ফুটবলারদের কৃতিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পৃষ্টপোষকতায় ক্রিকেটেও খেলোয়াড়রা দেশের জন্য অনেক সুনাম কুড়িয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত খেলাধুলার উন্নয়নে বাস্তবভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সরকার। ক্রীড়ার উন্নয়নে সরকারের এ পৃষ্টপোষকতা দেশকে আরো এগিয়ে নিবে বলে তিনি মন্তব্য করেন। সভায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের ৫টি ভেন্যু নির্বাচন করা হয়। ২০ ফেব্রুয়ারি সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। ২০ ফেব্রুয়ারি সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল মাঠে ব্যাডমিন্টন ও বিকেলে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল, ২২ ফেব্রুয়ারি সকালে ফুলবাড়িগেট খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি ও বিকেলে দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল এবং ২৪ ফেব্রুয়ারি সকালে খুলনা জিলা স্কুল মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সিটি মেয়র ও স্থানীয় সংসদ সদস্যকে উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-কে সভাপতি ও জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজীকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতা সংক্রান্ত সকল কার্যক্রম পরিবীক্ষণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সভাপতি করে জাতীয় কমিটি এবং অতিরিক্ত সচিব-যুগ্মসচিবকে(ক্রীড়া-১) সভাপতি করে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কেসিসির কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, কাজী আবুল কালাম আজাদ বিকু, প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, কেএমপির অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) বিমল কৃষ্ণ মল্লিক, জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী, সদর থানা শিক্ষা অফিসার শেখ মোঃ নূরুল ইসলাম, ইউনিসেফ-এর প্রজেক্ট অফিসার ডালিয়া আক্তার, হাজেরা খাতুন প্রমূখ সভায় উপস্থিত ছিলেন।##