
### খুলনায় নাবালিকা শিশুকে ধর্ষণের অভিযোগে মূল অভিষুক্ত মো: আসাদকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বেলা ১১ টায় র্যাব-৬ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান অধিনায়ক মো: মুশতাক আহম্মেদ। তিনি জানান, গত ১৬ জানুয়ারি খুলনার দাকোপ থানা এলাকায় স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী তার নিজ বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় আসামী আসাদ ভিকটিমকে খাবারের প্রলোভন দেখিয়ে বসত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সে ঘটনাটি তার মাকে জানায়। তারপর ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে দাকোপ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর আসামী আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। ঘটনা জানতে পেরে র্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্তে নামে। তারি ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকা থেকে আসামি আসাদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাবের অধিনায়ক মো: মুশতাক আহম্মেদ। পরবর্তীতে তাকে দাকোপ থানায় হস্তান্তর করে র্যাব।##