
### খুলনা মহানগর ও জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ আজ (০৭ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
খুলনা মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, খুলনা জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি চৌধুরী মো. রায়হান ফরিদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. মাহফুজুর রহমান সোহাগ শুভেচ্ছা বক্তৃতা করেন।##