
অফিস ডেক্স।।
### খুলনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ফেরিওয়ালা’র খুলনা শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে খুলনার মুজগুন্নী এলাকায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথি খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে‘র নির্বাহী সম্পাদক সাংবাদিক মো. হুমায়ুন কবির, স্বপ্ন ফেরিওয়ালার মুখ্য সমন্বয়ক মিজানুর রহমান মানিক, বিশিষ্ট সমাজসেবী দিলরুবা লিপি, নাসরিন আক্তার, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সাংবাদিক মো. শহীদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন ফেরিওয়ালা খুলনা শাখার সমন্বয়ক তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় মানুষের জন্য মানবিক, খাদ্য, শিক্ষা উপকরণ, আয়বর্ধনে কারিগরি ও ব্যবস্থাপনা সহায়তা প্রভৃতি কর্মসূচী বাস্তবায়নের জন্য স্বপ্ন ফেরিওয়ালার সকল স্বেচ্ছাসেবকের প্রতি আহবান জানান। স্বপ্ন ফেরিওয়ালা খুলনা শাখার স্বেচ্ছাসেবকদের নিয়ে সংক্ষিপ্ত সাংগঠনিক মতবিনিময় করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মিজানুর রহমান মানিক। এসময়ে স্বপ্ন ফেরিওয়ালা খুলনা ও গোপালগঞ্জ শাখার স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। ##