
### খুলনার চাঞ্চল্যকর আনসার সরদার হত্যা মামলার প্রধান আসামীসহ ০৪জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহষ্পতিবার র্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নারায়গঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত আসামীরা হলো-মোঃ সিদ্দিক সরদার (৪২), রাজু সরদার (২০), মোছাঃ জেসমিন বেগম (৩৮), এবং মোছাঃ আঞ্জুয়ারা বেগম (৪০)। র্যাব জানায়, গত ০২জুলাই ভোরে খুলনা জেলার পাইকগাছা থানার কাশিমনগর এলাকার আনসার সরদার(৬৩) ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় সিদ্দিক সরদারের নেতৃত্বে ১০-১২ জন লোক পূর্ব শত্রুতার জেরে রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় সে মাটিতে বেপরোয়া মারপিটে তার ভূড়ি মলদ্বার দিয়ে বের হয়ে যায়৷এ সময় আসামীরা তাকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় আনসার সরদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ০৪জুলাই মৃত্যবরণ করে। এ ঘটনার আনসার সরদারের ছেলে আব্দুর রহিম সরদার পাইকগাছা থানায় ০৯জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে৷ পরে বৃহষ্পতিবার র্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নারায়গঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের পাইকগাছা থানায় হস্তান্তর করেছে র্যাব।##