
অফিস ডেক্স।।
খুলনার কেন্দ্রীয় আর্য ধর্মসভা মন্দিরের উন্নয়ন, প্রতিষ্ঠা বার্ষীকি পালন ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মন্দির চত্বরে আর্য ধর্মসভা মন্দির কমিটির সহসভাপতি সুদীপ মজুমদার অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্দিরের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন সাধারন সম্পাদক সমর কুমার কুন্ডু। মতবিনিময় সভায় বক্তৃতা করেন মন্দিরের উপদেষ্টা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, সাংবাদিক সুনীল দাস, সদস্য ও মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ, সহসভাপতি ও গীতা সংঘের প্রতিষ্ঠাতা দেবাশীষ কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার দাস, সাধারন সম্পাদক গোপাল সাহা, বিপুল মজুমদার, কেসিসির সংরক্ষিত নারী কাউন্সিলর কনিকা সাহা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. পপি ব্যানার্জীসহ মন্দির কমিটির সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় খুলনার কেন্দ্রীয় এই মন্দিরে অবস্থিত শিব মন্দিরের সংস্কার ও পুন:নির্মান, মন্দির চত্বরে বহুতল বিশিষ্ঠ ভবন নির্মান, প্রতিষ্ঠা বার্ষীকি পালন, নামযজ্ঞানুষ্টানসহ ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মন্দিরের উন্নয়নে অনুদান প্রদান করায় খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ সকলকে সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সাথে মন্দিরের উন্নয়নে আগামীতে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান আহবান জানানো হয়। ##