
খুলনার রূপসায় পূর্বশত্রুতার জের ধরে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রূপসা উপজেলার বাধাল গ্রামের বাসিন্দা খাদিজা খাতুন (৪০) এর জেবিএম বাজারে খাবারের হোটেল রয়েছে। গতকাল দিবাগত রাতে পূর্বশত্রুতার জের ধরে তার ভায়ের নির্বাচনী প্রতিপক্ষরা গ্রীল কেটে ভিতরে ঢুকে ফ্রীজ, ফ্যানসহ সকল মালামাল ভাঙচুর করে। এতে প্রায় তার তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন। এ সময় তারা হোটেলে থাকা নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ##