
### খুলনার ৮ টি উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। সম্মেলনের পূর্বে স্ব-স্ব থানায় বর্ধিত সভা করার নির্দেশ দেয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সিদ্ধান্তে জানানো হয়, ৮ টি উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলি যথাক্রমে কয়রা ১৫ ফেব্রুয়ারী, দাকোপ ১৬ ফেব্রুয়ারী, ডুমুরিয়া ১৯ ফেব্রুয়ারী, বটিয়াঘাটা ২০ ফেব্রুয়ারি, ফুলতলা ২৩ ফেব্রুয়ারী, দিঘলিয়া ২৬ ফেব্রুয়ারী, রুপসা ২৭ ফেব্রুয়ারী এবং তেরখাদা ২৮ ফেব্রুয়ারী। এ সকল উপজেলায় বসবাসরত জেলার নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় রেখে বর্ধিত সভা করার নির্দেশনা দেওয়া হয়। অনুরূপভাবে ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সাথে সমন্বয় রেখে বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সম্মেলনের পূর্বে উপজেলা আওয়ামী লীগের উপজেলার আওতাধীন,ইউনিয়ন,ওয়ার্ড কমিটিতে কোন সদস্যকে সংযোজন ও বিয়োজন করা যাবে না বলে নির্দেশনা দেয়া হয় । এছাড়া এককভাবে কোন নেতা ব্যক্তিগত উদ্যোগে যে কোন প্রকার সভা-সমাবেশ করে দলের শৃংখলা ভঙ্গ না করার জন্য নির্দেশনা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী।