
### খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের(খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। শুক্রবার সকালে খুকৃবি উপাচার্য শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এ সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সারোয়ার আকরাম আজিজ, রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. তসলিম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. এম এ হান্নানসহ শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ##