
খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহষ্পতিবার দুপুরে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম মোত্তর্জা রশিদী দারা ও বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এদিন প্রথমে আয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশিদ রিটার্ণিং অফিসার জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় মহানগর আওয়ামীলীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জামাল ও প্রেম কুমার মন্ডল, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান মো: আশরাফুল আলম, ফুলতলা উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নির্বাচনের কমিশনের বিধি মেনে আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর ববি,মোয়াজ্জেম রশিদী দোজাসহ ৫জনকে সাথে নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজার ভাই এসএম মোত্তর্জা রশিদী দারা। এছাড়া বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সদস্যের ৯টি পদে ৩৪ জন, সংরক্ষিত ৩টি সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৭অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ##