১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

খুলনা-০৪ আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন নগর যুবলীগ সভাপতি পলাশ

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ৬২ পড়েছেন

মুহম্মদ নাঈমুজ্জামান শরীফ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা—০৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। রবিবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম পূরন করে জমা দেন তিনি। এর আগে রবিবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, নাসির হোসেন সজল, শেখ নাজমুল হাসান, সাবেক ছাত্রনেতা আসিফ ইকবাল টনি, মেহেদী হাসান রাসেল, নগর ছাত্রলীগের সহসভাপতি জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস, ও ছাত্রলীগ নেতা মোঃ শামীম শেখ প্রমুখ। সফিকুর রহমান পলাশ ১৯৭৬ সালের ০৪ ডিসেম্বর রূপসা উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মসফিকুর রহমান ও মাতা গৃহিনী শাহানার বেগম। রূপসা, ভৈরব ও আঠারোবেকি নদীর তীরে বেড়ে ওঠা সফিকুর রহমান পলাশ ছাত্র জীবন থেকে পারিবারিকভাবে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি ও জনগনের সেবা করে এসেছেন। তার চাচা ও মামারা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৮ সালে ছাত্রজীবনে বেলফুলিয়া উচ্চ বিদ্যালয়, ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্রলীগের পদে আসেন। এর পরে ইউনিয়ন, উপজেলা, কলেজ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ছাত্র জীবনে তিনি, সরকরি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ১৯৯১—৯২ সালের ছাত্র সংসদের নির্বাচিত শ্রেণী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী ৯৩—৯৪ ছাত্র সংসদে তিনি নির্বাচিত ছাত্র মিলনায়তন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবনে ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের বিরোধীদল দমনে চালানো অপারেশন ক্লিন হার্টের সময় নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হয়ে সরকারি বিরোধী কর্মসুচী পালন করায় মিথ্যা মামলায় কারা ভোগ করেন। ২০০৪ সালে বিএনপির জামায়াতের ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা, দ্রুত বিচার আইনের মামলার আসামী হন। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলার আসামী হন। পরবর্তীতে তার ছাত্র রাজনীতির সফলতার কারনে তাকে ২০১৯ সালে খুলনা মহানগর যুবলীগের আহবায়ক ও ২০২৩ সালে খুলনা মহানগর যুবলীগের সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বাগেরহাট—০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা—০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু ও বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট—০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে খুলনা মহানগর ও রূপসা, তেরখাদা এবং দিঘলিযায় নিরলস ভাবে সাংগঠনিক ও মানবিক কার্যক্রম করে যাচ্ছেন। মনোনয়ন জমাদান শেষে সফিকুর রহমান পলাশ জানান, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের কোন বিকল্প নাই। যারা জনগনের ক্ষমতায়নে বিশ্বাষী না তারা নির্বাচন চাই না। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে দলের নিকট মনোনয়ন চেয়েছি। দলের সর্বোচ্চ ফোরাম, আমাদের অভিভাবকেরা দায়িত্ব দিলে আমি দায়িত্ব পালনে প্রস্তুত। আমি ব্যাতিত অন্যকেউ দলের মনোনয়ন পেলেও নৌকার বিজয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি এ্যাম্বুলেন্স অকেজো, চরম দূর্ভোগে রোগীরা

খুলনা-০৪ আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন নগর যুবলীগ সভাপতি পলাশ

প্রকাশিত সময় : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

মুহম্মদ নাঈমুজ্জামান শরীফ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা—০৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। রবিবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম পূরন করে জমা দেন তিনি। এর আগে রবিবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, নাসির হোসেন সজল, শেখ নাজমুল হাসান, সাবেক ছাত্রনেতা আসিফ ইকবাল টনি, মেহেদী হাসান রাসেল, নগর ছাত্রলীগের সহসভাপতি জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস, ও ছাত্রলীগ নেতা মোঃ শামীম শেখ প্রমুখ। সফিকুর রহমান পলাশ ১৯৭৬ সালের ০৪ ডিসেম্বর রূপসা উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মসফিকুর রহমান ও মাতা গৃহিনী শাহানার বেগম। রূপসা, ভৈরব ও আঠারোবেকি নদীর তীরে বেড়ে ওঠা সফিকুর রহমান পলাশ ছাত্র জীবন থেকে পারিবারিকভাবে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি ও জনগনের সেবা করে এসেছেন। তার চাচা ও মামারা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৮ সালে ছাত্রজীবনে বেলফুলিয়া উচ্চ বিদ্যালয়, ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্রলীগের পদে আসেন। এর পরে ইউনিয়ন, উপজেলা, কলেজ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ছাত্র জীবনে তিনি, সরকরি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ১৯৯১—৯২ সালের ছাত্র সংসদের নির্বাচিত শ্রেণী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী ৯৩—৯৪ ছাত্র সংসদে তিনি নির্বাচিত ছাত্র মিলনায়তন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবনে ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের বিরোধীদল দমনে চালানো অপারেশন ক্লিন হার্টের সময় নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হয়ে সরকারি বিরোধী কর্মসুচী পালন করায় মিথ্যা মামলায় কারা ভোগ করেন। ২০০৪ সালে বিএনপির জামায়াতের ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা, দ্রুত বিচার আইনের মামলার আসামী হন। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলার আসামী হন। পরবর্তীতে তার ছাত্র রাজনীতির সফলতার কারনে তাকে ২০১৯ সালে খুলনা মহানগর যুবলীগের আহবায়ক ও ২০২৩ সালে খুলনা মহানগর যুবলীগের সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বাগেরহাট—০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা—০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু ও বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট—০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে খুলনা মহানগর ও রূপসা, তেরখাদা এবং দিঘলিযায় নিরলস ভাবে সাংগঠনিক ও মানবিক কার্যক্রম করে যাচ্ছেন। মনোনয়ন জমাদান শেষে সফিকুর রহমান পলাশ জানান, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের কোন বিকল্প নাই। যারা জনগনের ক্ষমতায়নে বিশ্বাষী না তারা নির্বাচন চাই না। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে দলের নিকট মনোনয়ন চেয়েছি। দলের সর্বোচ্চ ফোরাম, আমাদের অভিভাবকেরা দায়িত্ব দিলে আমি দায়িত্ব পালনে প্রস্তুত। আমি ব্যাতিত অন্যকেউ দলের মনোনয়ন পেলেও নৌকার বিজয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো।