
### খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বাংলাদেশে এই ক্রীড়াবিদগণ জন্ম গ্রহণ করে ছিলো বলেই খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় জয়লাভ করে দেশের মুখ উজ্জ্বল করছে। খেলাধুলা করলে খারাপ চিন্তা আসে না।মাদকমুক্ত থাকা যায় ও শরীর ভাল থাকে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সহযোগিতায় খুলনার লবনচরায় গুলজান সিটি প্রাঙ্গণে ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদানের জন্য খুলনা জেলার ৭০ জন দেশবরেণ্য ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, বর্তমান সরকার দেশের খেলাধুলা সম্প্রসারণের জন্য খুলনায় তিনটি মিনি স্টেডিয়ামসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে অনেক স্টেডিয়াম নির্মাণ করছে। সুচিকিৎসা ও যোগাযোগের মান উন্নয়নের জন্য খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ চলমান রয়েছে। খুলনা শিশু হাসপাতালে ১৫ কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে। যার লভ্যাংশ দিয়ে গরীব রোগীদের ফ্রি চিকিৎসা করা হচ্ছে। হার্ট, কিডনি ও ক্যান্সারের চিকিৎসার জন্য খুলনায় ২৫০ শয্যা হাসপাতালের ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে। ময়ুর নদের সংস্কারের কাজও চলমান রয়েছে। এসকল প্রকল্প বাস্তবায়িত হলে খুলনা শহর তিলোত্তমা নগরীতের পরিণত হবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক ক্রীড়াবিদ অধ্যাপক জাফর ইমাম, ক্রীড়াবিদ মোঃ আসলাম শেখ ও ইউনু আলী গাজী। এসময় জেলার সাবেক ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।